Dr. Bashir Mahmud Ellias's Blog

Know Thyself


1 Comment

Information about homeopathic education in Bangladesh

Dear all,

There are thirty-eight homeopathic medical college & hospital in Bangladesh legislated under (a govt. organisation) BANGLADESH HOMEOPATHY BOARD, DHAKA. One of them are govt. & rest of all are private medical college. There are three medical colleges alone in Dhaka city.

There are two courses on homeopathy in Bangladesh. One of them is B.H.M.S. (Bachelor of Homeopathic Medicine & Surgery) and other is D.H.M.S. (Diploma of Homeopathic Medicine & Surgery). Diploma course is conducted by BANGLADESH HOMEOPATHY BOARD & the graduation course is conducted by the UNIVERSITY OF DHAKA.

You need S.S.C. certificate from any group (science, arts & commerce) to get admitted to D.H.M.S. course & S.S.C. plus H.S.C. from science group for getting admitted to B.H.M.S. course. D.H.M.S. can be done at any age but B.H.M.S. needs to be fresh student.

Most of the colleges also run D.H.M.S. course in night-shift for the service-holders/ professional guys. The D.H.M.S. course is of four and a half years duration, on the contrary the B.H.M.S. course is of five and a half years duration. After completion of any one course you will get govt. registration to practice homeopathy within Bangladesh. You can even join the govt. health service, B.C.S. (health) cadre after the completion of B.H.M.S. Best regards Bashir

For more details-
BANGLADESH HOMEOPATHY BOARD
House no.- 16Road no.-1/A
Nichonja-2
Khilkhat
Dhaka-1229
phone : 880-02-8959281
880-02-8959282
880-01731914360


Leave a comment

Diarrhoea cured with Ignatia

ইগ্নেশিয়া দ্বারা ডায়েরিয়া থেকে মুক্তি

আমার দুই মেয়ে। বড় মেয়েটি একটি কিণ্ডার গার্টেন স্কুলে কেজি ওয়ানে পড়ে। ছোটটির বয়স মাত্র এক বছর। দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর তার স্কুলে এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এই সুযোগে আমার স্ত্রী তার কন্যাদের সঙ্গে করে পিত্রালয়ে বেড়াতে গেছেন আজ চারদিন হলো। বড় মেয়েটি যেমন-তেমন ছোট মেয়েটি ছিল আমার খুবই ভক্ত। যতক্ষণ আমাকে বাসায় পেতো সারাক্ষণ আমার কোলে অথবা কাঁধে চড়ে থাকত। মেয়ে দুটোর জন্য সারাক্ষণই মনটি আনচান করছে। এদিকে তাদের যাওয়ার পর থেকেই আজ চারদিন যাবত আমার ডায়েরিয়া চলছে। তিনবেলাই পাতলা পায়খানা হচ্ছে। সাথে আছে ক্ষণে ক্ষণে পেট ব্যথা। একে তো কন্যাদের বিচ্ছেদ, তার ওপরে ডায়েরিয়া আবার পেট ব্যথা। ক্ষুধা নষ্ট হয়ে গেছে, কিছু খেতে ইচ্ছে করে না। সব মিলিয়ে চারদিন যাবত আমার শারীরিক-মানসিক সুখ-শানি- একেবারে বিপর্যস- হয়ে পড়েছে। প্রথম দুদিন কোন ঔষধ খাইনি।

ভাবলাম আমার ডায়েরিয়া এবং পেটে ব্যথা হওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ নাই। তাই ধরে নিয়েছিলাম ঔষধ ছাড়াই হয়ত এক সময় সেরে যাবে। পেটের ব্যথাটা ছিল এমন যে, হঠাৎ আসত এবং হঠাৎ চলে যেতো (বেলেডোনা, লাইকোপোডিয়াম)। ফলে তৃতীয় দিন একমাত্রা বেলেডোনা খেয়েছিলাম। তাতে ঘণ্টাখানেকের জন্য পেট ব্যথা চলে গিয়েছিল বটে, তবে ডায়েরিয়ার কোন পরিবর্তন হয়নি। চতুর্থ দিনও ডায়েরিয়া এবং পেট ব্যথা সমান তালে চলছিল। চতুর্থ দিনে হঠাৎ আমার মনে হলো কন্যাদের বিচ্ছেদ-যাতনাই সম্ভবত আমার ডায়েরিয়া-পেট ব্যথার মূল কারণ। কেননা আমি খুবই সেনসিটিভ ধরণের মানুষ এবং আমার টুকটুকে সোনামনিদের কাছ থেকে দূরে যাওয়াকে সব সময় আমার কাছে মনে হতো বিরাট শাস্তির মতো। কাজেই ভেবে দেখলাম ইগ্নেশিয়া ঔষধটি হবে আমার ডায়েরিয়া এবং পেট ব্যথার সবচেয়ে ভালো ঔষধ। (কেননা বিরহ, মানসিক আঘাত, প্রেমে ব্যর্থতা, আপনজনের মৃত্যু প্রভৃতি কারণে যে-সব রোগের সৃষ্টি হয়, তাতে ইগ্নেশিয়া (Ignatia amara) ঔষধটি যাদুর মতো কাজ করে।) যা ভাবা তাই কাজ। ইগ্নেশিয়া ২০০ শক্তিতে একমাত্রা খেলাম। যাদুর মতো আমার ডায়েরিয়া এবং পেটব্যথা চলে গেলো। কিন্তু হায় ডায়েরিয়া এবং পেট ব্যথার সাথে সাথে যে মেয়েদের বিরহের মনোকষ্টটাও চলে গেলো ! ঔষধটা কি আমাকে আমার মেয়েদের কথাও ভুলিয়ে দিলো ! হোমিও ঔষধ তো দেখছি ভারি দুষ্ট !!

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস

লেখক, ডিজাইন স্পেশালিষ্ট, হোমিও কনসালটেন্ট

চেম্বার ঃ জাগরণী হোমিও হল

৪৭/৪ টয়েনবী সার্কুলার রোড (৩য় তলা),

(ইত্তেফাক মোড়ের পশ্চিমে এবং ষ্টুডিও ২৭-এর সাথে)

মতিঝিল, ঢাকা।

ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭

E-mail : Bashirmahmudellias@hotmail.com

Website : http://bashirmahmudellias.blogspot.com


Leave a comment

Hepatitis is not an incurable disease

হেপাটাইটিস একটি ফালতু রোগ

ইদানীং হেপাটাইটিস নামক রোগটি নিয়ে চিকিৎসক সমাজ এবং ঔষধ কোম্পানিগুলি তাদের ব্যবসায়িক স্বার্থে জনগণের মধ্যে ভীতির সৃষ্টি করতেছে। এই কাজে সুবিধার জন্য রোগটিকে তারা আবার এ. বি. সি. ডি. প্রভৃতি ভাগে ভাগ করে নিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে হেপাটাইটিস একটি ভাইরাসঘটিত রোগ। একথা ঠিক যে, হেপাটাইটিস ভাইরাসটি আমাদের লিভারের স্ট্রাকচারকে ধ্বংস করার মাধ্যমে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার সৃষ্টি করে রোগীর মৃত্যু ঘটিয়ে থাকে । অর্থাৎ হেপাটাইটিসকে বিনা চিকিৎসায় রেখে দিলে তা যে কাউকে নির্ঘাত স্বর্গে পাঠিয়ে দেবে । তবে সমগ্র প্রক্রিয়াটি সমপন্ন করতে ভাইরাসটির আনুমানিক পনের থেকে বিশ বছর সময় লাগে। এলোপ্যাথিতে ভাইরাস নিধনকারী কোন ঔষধ না থাকাতে তারা হেপাটাইটিসকে ভীতিকর রোগরূপে প্রচার করছে। ভাইরাসটি যথেষ্ট মারাত্মক একথা যেমন সত্য; তেমনি এটাও সত্য যে, বিশুদ্ধ পানি এবং পুষ্টিকর খাবার গ্রহন করলে অধিকাংশ ক্ষেত্রে ভাইরাসটি নিজে নিজেই শরীর থেকে চলে যায়। তারপরও যারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চান, তারা নিম পাতার রস বা চিরতার রস দু-চার-ছ’মাস খেতে পারেন।

হেপাটাইটিসের জন্য যারা চিকিৎসা নিতে চান, তাদের অবশ্যই একজন ভালো হোমিও চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত। কেননা কম খরচ, কম সময় এবং কম কষ্ট ভোগ করার মাধ্যমে একমাত্র হোমিওপ্যাথিই আপনাকে হেপাটাইটিস থেকে মুক্ত করতে সক্ষম। রোগীর শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং বংশগত রোগ লক্ষণের ভিত্তিতে ঔষধ প্রয়োগ করলে ভাইরাস বাপ-বাপ ডাক ছেড়ে পালাবে। হ্যাঁ, রোগীর কোন রকম শারীরিক-মানসিক দুর্বলতা থাকলে টনিক জাতীয় কিছু ঔষধও সেবন করানো যেতে পারে। একই প্রক্রিয়ায় কিছুদিন পূর্বে আমি একটি রোগীকে হেপাটাইটিস থেকে মুক্ত করেছিলাম যাতে সময় লেগেছিল ছয়মাস এবং খরচ হয়েছিল তিনশ টাকার মতো। সে যাক, ব্রিটিশ হোমিও চিকিৎসাবিজ্ঞানী ডাঃ বার্নেট বলেছিলেন, “এলোপ্যাথির দৈত্যাকার বিশেষজ্ঞও একজন সামান্য হোমিও চিকিৎসকের নিকট ব্যর্থ হতে বাধ্য যদি সে হ্যানিম্যানের পদাঙ্ক যথাযথভাবে অনুসরণ করে”। কাজেই ইদানিং হেপাটাইটিস নিয়ে যারা বিপাকে আছেন তাদেরকে আমি দিশাহারা না হওয়ার অনুরোধ করব ।


Leave a comment

Cancer and its pre-symptoms

ক্যান্সারের পূর্ব লক্ষণ

ক্যান্সার একটি রোগের দীর্ঘ পথ পরিক্রমার শেষ ধাপের নাম। একজন মানুষ এক লাফেই ক্যান্সারে আক্রান্ত হন না। এটি প্রধানত চারটি ধাপে অগ্রসর হয়ে পরিপুর্ণ ক্যান্সারের রূপ লাভ করে। ক্যান্সারের প্রথম ধাপ হলো মানসিক লক্ষণের প্রকাশ, দ্বিতীয় ধাপ হলো শরীরিক লক্ষণ, তৃতীয় ধাপ হলো শরীরে টিউমার সৃষ্টি হওয়া এবং শেষ ধাপ হলো ক্যান্সারের আত্মপ্রকাশ ও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া। ক্যান্সারের প্রথম দুটি ধাপ কোন রোগীর মধ্যে লক্ষ্য করেই বিজ্ঞ চিকিৎসক নিশ্চিত হয়ে যান যে, রোগী অদুর ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছে ।

মানসিক লক্ষণ ঃ- ক্যান্সার রোগটি প্রথমে মানুষের মনকে আক্রমণ করে। যিনি ভবিষ্যতে একদিন ক্যান্সারে আক্রান্ত হবেন, তার মধ্যে একটি নিশ্চিত বিশ্বাস জন্মে যায় যে, সে ক্যান্সারে আক্রান্ত হবেই হবে এবং ক্যান্সার তার মৃত্যুর কারণ হবে। এমনকি তার শরীরে কোন টিউমার সৃষ্টি হওয়ার বহু পুর্বেই এমন বিশ্বাস মনে বাসা বেধে থাকে। সে তার কল্পিত ভয় এবং বিশ্বাসের কথা নানানভাবে চিকিৎসকে বুঝাতে চেষ্টা করে।

শারীরিক লক্ষণ ঃ- ইন্টেসটাইন, লিভার এবং কিডনী এই তিনটি অঙ্গ প্রধানত ক্যান্সারজনিত পুর্ব অবস্থার বা সুপ্ত ক্যান্সারের শিকার হয়ে থাকে। যিনি দীর্ঘদিন যাবত শক্ত পায়খানা বা কোষ্টকাঠিন্যে ভোগছেন এবং ঔষধ না খেয়ে পায়খানা করতে পারেন না, তিনি নিশ্চিতভাবে ক্যান্সারের দিকে অগ্রসর হচ্ছেন। মুখে তিতা তিতা লাগা এবং সকালে বমিবমি ভাব হওয়া ক্যান্সারের একটি পুর্ব লক্ষণ। কয়দিন ডায়েরিয়া এবং কয়দিন কোষ্টকাঠিন্য নিশ্চিতভাবেই ক্যান্সারের একটি পুর্ব লক্ষণ। খাবারের পর পেট ভার ভার লাগা এবং ঘুম পাওয়া ক্যান্সারের আরেকটি পুর্ব লক্ষণ। খসখসে শুকনো বা তৈলাক্ত চামড়া এবং তাতে এখানে-সেখানে ছড়ানো কালো কালো দাগ বা তিল হলো ক্যান্সারের একটি পুর্ব লক্ষণ। বিশেষত নাক, কান এবং কপালে তিল থাকে এবং ধীরে ধীরে সেগুলো সারা মুখে ছড়িয়ে পড়ে। বুকের সামনের দিকে এবং পেটে ছোট-বড় লাল লাল দাগ দেখা যায়। যে-সব দাগ বাদামী রঙের এবং ধীরে ধীরে কালো হতে থাকে, সেগুলো ক্যান্সেরিনিক স্পট। ওয়ার্টস বা মেঞ্জ / আচিঁল, প্যাপিলোমা এবং কন্ডাইলোমা হলো ক্যান্সারের একটি পুর্ব লক্ষণ। উপরোক্ত লক্ষণগুলোর উপস্থিতি এবং তীব্রতাই ঈঙ্গিত করে যে, ক্যান্সারজনিত পুর্বাবস্থার শিকার হয়ে তার পুরো শারীরিক সিষ্টেম কতটা বিষাক্ত হয়ে উঠেছে। শীর্ণতা বা চিকন হওয়া হলো শরীরে খনিজ পদার্থ বা মিনারেলের অভাব কিংবা বলা যায় খনিজ লবণকে ব্যবহারে অক্ষমতা। যক্ষা বা অন্যকোন জ্ঞাত কারণ ছাড়াই শীর্ণতা দেখা দেওয়া বা শুকিয়ে কঙ্কালসার হওয়া ক্যান্সারের একটি বড় পুর্ব লক্ষণ। হাইপারটেনশান বা উচ্চ রক্তচাপ হলো ক্যান্সারের একটি পুর্ব লক্ষণ আর নিম্ন রক্তচাপ বা লো প্রেসার হলো যক্ষার পুর্ব লক্ষণ। একই অঙ্গে বারবার আঘাত পাওয়া সেখানে ক্যান্সার হওয়াকে নিশ্চিত করে। নানা রকমের ঔষধেও নিয়নত্রণ করা যায় না এরকম বাত (rheumatism) হলো ক্যান্সারের আরেকটি পুর্ব লক্ষণ। দুর্দমনীয় অজীর্ণ বা বদহজম (indigestion) হলো ক্যান্সারের একটি উল্লেখযোগ্য পুর্ববস্থা। দীর্ঘদিনের পুরনো মাথা ব্যথা, স্মায়বিক ব্যথা (neuralgia) এবং গেটে বাত (gout) হলো ক্যান্সারের পুর্ব লক্ষণ।

টিউমার সৃষ্টি ঃ- শরীরের টিউমারের উৎপত্তি হওয়া হলো ক্যান্সারের সবচেয়ে নিকটবর্তী ধাপ। ক্লার্কের মতে, টিউমার হলো টিস্যুর অস্থিতিশীলতা বা বিদ্রোহ (tissue instability)। টিউমারকে যদিও বিনাইন ও ম্যালিগন্যান্ট অর্থাৎ নিরীহ ও মারাত্মক নামে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে; তথাপি কোন টিউমারকেই বিনা চিকিৎসায় ফেলে রাখতে নেই। কারণ যে-কোন নিরীহ টিউমারই যে-কোন সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে অর্থাৎ ক্যান্সারাস হতে পারে। শরীরের কোন অংশকে উৎপাত করা বা বিরক্ত করার ফলে কেবল টিউমারেরই সৃষ্টি হয় না ; এমনকি নিরীহ টিউমারকে ক্যান্সারাস টিউমারে রূপান্তরিত করে থাকে। টিউমার বা ক্যান্সার যেহেতু টিস্যুর অস্থিতিশীলতা, সেহেতু যে-সব ঔষধ টিস্যু তৈরীতে সাহায্য করে সেগুলোকে ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা যায়। টিউমারের চিকিৎসা প্রথমে ঔষধের সাহায্যে করা উচিত। কেননা অপারেশন করে কেটে ফেলে দিলে অধিকাংশ ক্ষেত্রে একই স্থানে বা শরীরের অন্যত্র আবার টিউমার হতে দেখা যায়। প্রকৃতপক্ষে টিউমার নিজে কোন রোগ নয়; বরং শরীরের অন্তর্নিহিত কোন রোগের ফল বা লক্ষণ স্বরূপ। গাছকে রেখে ফল কেটে ফেললে যেমন ফল ধরা বন্ধ করা সম্ভব নয়; তেমনি টিউমারের মুল কারণকে দূর না করে শুধু অপারেশন করে টিউমারের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এতে পরিস্থিতি বরং ক্রমাগত খারাপের দিকে অর্থাৎ ক্যান্সারের দিকে যেতে থাকে।


3 Comments

How I can increase my penis length

How I can increase my penis length
Date: Mon, 11 Oct 2010 21:10:51 -0700
From: cloth3uk@ymail.com
Subject: problem
To: Bashirmahmudellias@hotmail.com
Dear Sir,
I got your e-mail id through website.

Sir, I am 31years old and married. I am also a patient of Peptic ulcer. I took operation at 1996 for ulcer.

Now my problem is my penis in only 10cm length. I cant satisfy my wife at all. All others ok. I feel so shy to go to doctor and tell my problem. Pls let me know how I can increase my penis length.

If you help me on this I will be very grateful to you.

Regards
Joy
Chittagong, Bangladesh

From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@hotmail.com)
Sent: Wed 10/13/10 1:36 AM
To: cloth3uk@ymail.com

Aassalamu Aallaikum (The blessings and mercy of almighty ALLAH be upon you). Thank you so much for giving me chance to serve you.

Rx

(1) Alfalfa Q
(Take this homeopathic medicine 30 drops daily morning for 06 months. (mixing with some water)
(2) Lecithinum 6
(Take this homeopathic medicine 10 drops every night for 03 months. (mixing with some water)

(3) Thyroidinum 30
(Take this homeopathic medicine 10 pills once in everyday friday for 06 months ). (mixing with some water)

Try to buy Germany or U.S.A. made medicine. Stop the medicine for a few days if your disease condition aggravates. Do not change my recommendation on potency and dose, otherwise you may get no benefit. But you can take the nearest potency if the recommended potency is not available in the local market. Yea, it is better to take all homeopathic medicines in empty stomach ; but you can take them after meal if you forget. Write to me after 2 months with a detailed account of changes you got from the medicine. (eat animal foods like egg, meat, milk, fat etc as much as possible. You must refrain from masturbation and other evil practice. )

warm regards
Dr. Bashir Mahmud Ellias


Leave a comment

Potato chips are dangerous for kids health

Potato chips are dangerous for kids health

Recently a report was published about potato chips in the national dailies which said that chips are very useful for kids health. It also claimed that chips contain various vitamins which help kids growth. It is essential to protest such erroneous propaganda to ensure public interest. The real fact is that all kinds of chips are dangerous for kids health whether it may be made from potato, banana, mango or tomato. But we should know which ingredient of chips is harmful for babies health. Yea, that ingredient is the notorious “salt”. Usually most of the brand of chips contain huge amount of salt which is totally absorbed in kids body. This ever known table salt (sodium chloride) is the most mischievous substance for human body. You may say that salt is an essential substance to run our body function and to sustain it’s growth. Yea, that’s right but the problem is with the amount. Naturally the amount of salt we get from food grains, fish, meat, fruits, vegetables etc is enough for our body’s daily requirement. And the excess amount of salt we eat usually cause serious harm to our body.

The first extensive research about the effect of salt on our body, was done by dr. Samuel Hahnemann, the inventor of homeopathic medical science. This great German scientist had prepared a medicine from salt and had taken himself for long days to test its effect on human body, about two hundred years ago. At the same time he also verified the result by proving salt on the bodies of his follower homeopathic doctors. From these extensive research, Hahnemann came to know that salt destroys blood and cause anaemia. Secondly, salt causes emaciation of human body. If it is not timely treated, people die being a skeleton. Excess intake of salt causes constipation and constipation causes piles, anal fissure, rectal prolaps, rectal cancer etc. salt also reduce the capacity of our brain ; as a result our intellect and memory are ruined. Excessive intake of table salt extremely damage our immune system ; as a result people begin to suffer from common cold, cough, fever, diarrhoea etc very frequently. Over use of salt also deteriorates the quality of our skin and in consequence we become the easy victim of various skin diseases.

Unrestrained consumption of salt also causes gout, mouth ulcers, rheumatic fever, diabetes, migraine, hypertension, erysipelas, goitre, headache, menstrual disorders, heart diseases, epilepsy, peptic ulcer, sterility, glandular diseases, cancer etc. Now come to the psychological sphere of salt diseases. The first psychological disease you will get from excessive intake of salt is the irritability of mind, bad temper. The second and the severe psychological problem is the depression, caused by salt. From depression most of the people develop suicidal tendency and then a minor portion of them suicides by hanging, jumping, shooting etc. Some people grows the habit of fastidiousness or abnormal fixed ideas. Then he start washing his hands frequently ; become crazy about cleanliness. At the last stage of all these psychological disorders, people turns fully mad (ie. schizophrenic). He will commence controlling the traffic being naked. All these are the miracles of our loving salt (ie. sodium chloride). Chips also contains an another salt which is called tasty salt (ie. sodium glucomate). Scientists has found that it has a link with the urinary cancers. So from now you should think twice before buying chips for your children. But there are few brands (of chips) which does not contain (excessive) salt. You can use these brands considering safe for your kids.

Dr. Bashir Mahmud Ellias Author, Design specialist, Homeo consultant chamber : Jagarani homeo hall
47/4 Toyenabi circular road (2nd flr),
(near ittefaq crossing & studio 27)
Motijheel, Dhaka,
Bangladesh.
Mob : +880-01916038527
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com

পটেটো চিপস্‌ শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর

সমপ্রতি জাতীয় দৈনিকগুলোতে একটি রিপোর্ট বেড়িয়েছিল যে, পটেটো চিপস্‌ শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাতে আরো দাবী করা হয়েছিল যে, চিপসে নাকি অনেকগুলো প্রয়োজনীয় ভিটামিন থাকে যা শিশুদের স্বাস্থ্যের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। জনস্বার্থে এই ধরণের বিভ্রানিতকর সংবাদের প্রতিবাদ করা জরুরি মনে করছি। এটি পুরোপুরি একটি মিথ্যা এবং ক্ষতিকর প্রচারণা। বাসতব সত্য হলো সব ধরণের চিপস্‌ই শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেটি পটেটো, বেনানা, ম্যাংগো কিংবা টমেটো যে-কোন জিনিস থেকেই তৈরী করা হউক না কেন। তবে আমাদেরকে জানতে হবে চিপসের কোন উপাদানটি শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে থাকে ? হ্যাঁ, সেই উপাদানটি হলো লবণ। সাধারণত চিপসের সাথে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং সেগুলো শিশুদের পেটে চলে যায়। এই লবণই হলো মানব শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর পদার্থ। সবাই হয়তো বলবেন যে, লবণ আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষয়রোধের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। হ্যাঁ, তা ঠিক কিন্তু বিতর্কটা হলো লবণের পরিমাণ নিয়ে। সাধারণত ডাল-ভাত, মাছ-মাংস, ফল-মুল, শাক-সবজি ইত্যাদিতে প্রাকৃতিকভাবে যে পরিমাণে লবণ থাকে, তাতেই আমাদের শরীরের দৈনন্দিন লবণের চাহিদা পুরণ হয়ে যায়। ইহার অতিরিক্ত যে লবণ আমরা খাই, সেগুলো আমাদের শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে।

লবণ আমাদের শরীরের উপর কি ধরণের ক্ষতিকর প্রভাব ফেলে, এই সমপর্কে সর্বপ্রথম বাসতবসম্মত গবেষণা পরিচালনা করেন ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক এই মহান জার্মান চিকিৎসা বিজ্ঞানী আজ থেকে প্রায় দুইশ বছর পুর্বে দীর্ঘদিন যাবত নিজে লবণ বা সোডিয়াম ক্লোরাইড (sodium chloride) খেয়ে শরীরের উপর তার ক্ষতিকর প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি তিনি তাঁর ভক্ত অনুসারী অনেক হোমিও চিকিৎসকদের শরীরেও লবণের গুণাগুণ যাচাই করেন। প্রাপ্ত গবেষণায় তিনি দেখতে পান যে, লবণ প্রথমত মানুষের শরীরের রক্ত ধ্বংস করার মাধ্যমে রক্তস্বল্পতা (Anemia) সৃষ্টি করে। ইহার ফলস্রুতিতে শরীর শুকিয়ে শীর্ণ বা চিকন হয়ে যায়। সময়মতো ইহার চিকিৎসা করা না গেলে মানুষ কংকালসার হতে হতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীর্ঘদিন বেশী বেশী লবণ খাওয়ার ফলে কোষ্টকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায় এবং তার থেকে পাইলস দেখা দেয়। লবণ মানুষের ব্রেনের কর্মক্ষমতা কমিয়ে দেয় ; ফলে মানুষের বুদ্ধি-মেধা, স্মরণশক্তি ইত্যাদি কমে যায়। লবণ মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি দুর্বল করে দেয় ; ফলে মানুষ ঘনঘন সর্দি, কাশি, ডায়েরিয়া ইত্যাদি নানাবিধ রোগে আক্রানত হয়। চামড়া দুর্বল হয়ে যায় ফলে অল্পতেই চামড়া ফেটে যাওয়াসহ বিভিন্ন চর্মরোগ দেখা দেয়।

বেশী বেশী লবণ খাওয়ার ফলে গেটেবাত, রিউমেটিক ফিভার, মুখের ঘা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, অর্ধেক মাথাব্যথা/মাইগ্রেন, গলগন্ড, বিভিন্ন গ্ল্যান্ডের রোগ, মাসিকের গন্ডগোল, হৃদরোগ, মৃগীরোগ, বন্ধ্যাত্ব, গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার প্রভৃতি মারাত্মক রোগের সৃষ্টি হয়ে থাকে। বেশী বেশী লবণ খাওয়ার ফলে যে-সব মানসিক সমস্যা দেখা দেয়, তাদের মধ্যে প্রথমেই দেখা দেয় বদমেজাজ বা খিটখিটে মেজাজ । তারপরে আসে বিষন্নতা বা মনমরাভাব, হতাশা । বিষন্নতা বা হতাশা থেকে মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবল ঝোঁকের সৃষ্টি হয় এবং এদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ সত্যিসত্যি আত্মহত্যা করে বসে (গলায় দড়ি দিয়ে, উপর থেকে লাফ দিয়ে, ঘুমের বড়ি খেয়ে কিংবা মাথায় গুলি করে)। ইহার পরে দেখা দেয় খুতঁখুতেঁ স্বভাব বা সাধারণভাবে যাকে শুচিবাই (Fastidiousness) বলা হয়। সারাক্ষণ সে হাত ধুঁতে থাকে ; প্লেট, বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার করতে থাকে। আর সবশেষে আসে উন্মত্ততা বা পাগলামি (schizophrenia) ; তখন হয়ত দেখা যাবে সে উলঙ্গ হয়ে রাজপথের ট্রাফিক কনট্রোল করতে শুরু করেছে। এই তো গেলো খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের তেলেসমাতি। খাবার লবণের পাশাপাশি চিপসগুলোতে আরেক ধরণের লবণও ব্যবহার করা হয়, যাকে টেস্টিং সল্ট বা সোডিয়াম গ্লোটামেট (sodium glutamate) বলা হয়। অনেক বিজ্ঞানী মনে করেন এটি কিডনী এবং মুত্রনালীতে ক্যান্সার সৃষ্টি করে থাকে। কাজেই যারা হরহামেশা সকাল-বিকাল শিশুদের নানা রকমের চিপস্‌ খেতে দেন, এখন থেকে এই কাজ করার পুর্বে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভেবে নেওয়া উচিত। তবে দুয়েকটি ব্রান্ডের চিপসে দেখেছি লবণ থাকে না কিংবা বলা যায় লবণ খুবই কম থাকে। এসব ব্রান্ডের চিপস্‌ নিশ্চিতভাবেই শিশুদের স্বাস্থ্যের জন্য নিরাপদ। এই লবণমুক্ত চিপসগুলো শিশুদের খাওয়াতে পারেন।

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস
গ্রন্থকার, ডিজাইন স্পেশালিষ্ট, ইসলাম গবেষক, হোমিও কনসালটেন্ট
চেম্বার ‍ঃ জাগরণী হোমিও হল
৪৭/৪ টয়েনবী সার্কুলার রোড (নীচতলা)
(ইত্তেফাক মোড়ের পশ্চিমে এবং স্টুডিও 27 এর সাথে)
টিকাটুলী, ঢাকা।
ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com


Leave a comment

Rice is the worst enemy of mankind

Rice is the worst enemy of mankind

What is the main obstacle of our country’s (Bangladesh) development (-prosperity- improvement-betterment) ? If it is asked, certainly different people will give different answer. But if you analyze it from the view-point of medical science, then I will say rice is our worst national enemy. Rice is such a prominent food item which contains excessive amount of sugar (starch/carbohydrate). So it hastens our physical growth & we become adult (mature) very quickly. That’s why we get married promptly & start having babies more speedily. Sometimes it seems to me that just a few days ago a guy who himself was a baby, now he is completely exhausted (-fagged-worn-out) being a father or grandfather of many children. That means eating rice is the root cause of population explosion in such a dreadful manner. If you don’t believe you can look on the rice-eating countries, like china-india-indonesia-Bangladesh-thailand-japan-korea, all of them are going through population problem in the highest degree. For the unimaginable explosion of population, government become a failure even spending billions of dollar annually to provide our basic needs like food, cloth, residence, education & health.

Rice not only make us adult (mature) very quickly, but also rapidly converts us to old guys. As a result we become incompetent (& worthless) for any jobs and turn to a burden to the family (& thus to the society & country). As because in old age we lack energy to work & various diseases invade our body & mind. It is true that sugar (starch/carbohydrate) is the only source of our physical energy & we can not survive without it. But it is also true that excessive supply of sugar (starch/carbohydrate) is horribly harmful for us. It can be reasonably compared to water. We all know that normal water is the root cause of our live & flood (i.e. excess) water causes our death. In our country almost ninety percent of people found to be have gastric ulcer who visits doctor. Excessive amount of sugar (starch/carbohydrate) in rice causes flatulency (gas) in the stomach, gas formation tends to the acidity & acidity leads to ulcer. Perhaps nobody will deny the fact that rice is the root cause of diabetes (I mean from the imbalance of carbohydrate produced by rice in our body for many years). You will not find gastric ulcer & diabetes epidemic in those countries where (wheat) bread is the main food item. Now I am to say that this poor country has to waste millions of dollars every year to import the medicines only for this two diseases.

Some may say that most of the medicines of this two diseases are manufactured in our country. Yea, that’s right ; but raw materials, machinery, packing items all are have to import. There are many pathological test done to diagnose these diseases and these diagnostic machineries & chemical reagents are also have to import spending lot of foreign currencies. Yet we can ignore the squandering of invaluable time (working hour) in the doctor’s chamber, hospital & sick-bed. Not only these two diseases but hundreds of diseases can be named having link with this notorious rice. According to the physicians, there is no difference between eating a handful of rice & a handful of sugar. You may say that laziness is the main obstacle in the way of our country’s development rather than rice. Then I will say that rice creates laziness in our body & mind. The excessive amount of sugar/carbohydrate in rice is the real cause of laziness. As it is usually seen we become exhausted from least exertion, excessive amount of sugar in rice is responsible for this situation.

As rice contains immoderate amount of sugar & after eating rice it is digested quickly & the principal ingredient (sugar) is quickly absorbed in our bloodstream & the sugar level suddenly become high, so we begin to feel drowsy, weak & lazy like a diabetic patient. You can say, Japanese (, Chinese & Koreans) are also rice eater & still they are not lazy (like us); on the contrary they are very much active & hardworking & they don’t become tired from little labor. Yea, in this regard they got some climatic advantage. They don’t sweat so much even during hard work because of their cold weather, as we do. As a result they don’t break-away easily from little labor like us. Moreover people of Mongolian origin (flat-nose) are anthropologically very much energetic & industrious. On the contrary we sweat much because of our hot & damp weather and that’s why we get easily tired, exhausted through losing essential mineral salts with sweats. So excess sugar in rice & excess sweating both are equally responsible for our laziness, debility & inactivity. Some pundits oppose that not rice but excessive eating of rice is injurious to health. But the problem is that rice has such a peculiar uncontrollable temptation to eat excess that few of us has the power to knock out such seduction. Contrarily it is very difficult for anybody to eat excess of wheat bread. As because rice is soft & wet (that’s why easy to eat) and wheat bread is hard & dry.

Somebody may say that poverty is our most vital problem. If you think little deeply then you will realize that rice is the basic cause of our incurable poverty. As because if we fill our stomach with rice unto the nose, it will digest & absorbed so quickly that within two hours we will become hungry again. So we have to eat too much & our expenditure on food purpose become high & it force us to reduce expenditure on other fields (like health, education, infrastructure etc) . Look at our physical strength or (slender) physical structure ; both are ridiculous, pathetic. And the notorious (black sheep) rice is responsible for this poor status. You will obviously understand the demerits of rice if you compare the physical structure of rice-eater Indians, Chinese & Indonesians with wheat-eater Arabian, European & American. You will certainly notice that players of rice-eating countries can not do much well in the strenuous games (like football, cricket, marathon, wrestling etc). The reason is same and that is if we eat rice our blood sugar level (energy) rises to the highest level for a short time & then it again reduce to an alarmingly lowest position.

On the contrary, if you eat wheat (bread) it will digest steadily taking much time & that’s why your blood sugar level will not suddenly jump to highest level for a little while. As a result your calorie/ energy level will remain in standard position comparatively for longer time. Like rice it does not suddenly rise to the highest level & then fall to the lowest level. If we do not start eating wheat bread quickly in stead of rice, then the millions of dollars our government is wasting every year for family planning, will have to continue for how many years Allah knows ! On the contrary, governments of the wheat-eater countries (like Middle east, Australia, Europe, America, Russia etc) are facing failure to increase their population even offering billion dollars bonus to their couples. Some analyst thinks that poverty & ignorance are responsible for overpopulation, not rice. If you look at the Arab countries you will see that their education rate very low & still they are free from overpopulation. And there was no population problem even (a few decades ago) when they were poor.

Some people think that illiteracy is the main problem in the way of our national prosperity. In this point we can say that poverty is responsible for illiteracy, over-population is responsible for poverty & rice is responsible for over-population. Recently many people are claiming that corruption is our chief national problem. Think in this way that poverty-illiteracy-unawareness is responsible for corruption & in our country the primary cause of poverty & illiteracy is overpopulation. Population not being a blessing rather has become a curse & rice is mainly responsible for this kind of consequence. Some savant says that Japan is an overpopulated country and still there is no problem as their people are highly skilled. Really Japan is an exception & exception can not be taken as a formula. So we have to entirely give up the habit of eating rice from right now & start having wheat flour bread in order to build a healthy & happy nation. (Common oat (avena sativa) flour is more healthier than wheat flour. Because one of the greatest vitamines are usually made from its juice) I know this is a difficult job and it can not be done overnight but we must try our best.

Another problem is that our women community are more interested in cooking rice than baking wheat bread. As because cooking rice is very easy but baking wheat bread is much hard. At the same time women should think that to eat rice we need to cook many delicious curry but to eat wheat bread these are not essential. Only potato fry or pulse’s soup is enough. At this cost we can buy seasonal fruits with the money usually spent for vegetables. That would be also better for our health. As the vegetables price is sky-high, it would be wise to consume one kilogram fruits in lieu of three kilogram vegetables. As we know vegetables contain less nutrient & yet most of them are spoiled by heat during cooking. To save our women from the hazard of baking wheat bread, the owner of hotel, restaurant & food industry can play a vital role. They have to given up the habit of preparing incredibly small & thin bread fried with six month old burnt oil & rather have to begin making mega-size wheat bread like middle east countries, one of which is enough for an entire family. Moreover we can make wheat bread machine available in every family like Europe & America. Some may argue that wheat flour is more costly than rice, but at the same time they should also consider the facts of various diseases like diabetes & premature senility.

According to the experts, wheat flour’s price can be easily reduced by mixing corn maze with it. We should also think about huge amount of water needed to produce paddy (rice), which will be a real problem in our country in near future (also for many other countries). On the contrary so much water is not necessary for the cultivation of wheat. To acquire hundred percent benefit from eating wheat bread we have to consume unfiltered natural flour ; because the food companies (market packed flour) greatly reduce its nutrient quality by excessively straining it (to make flour white). So our request to the government is that govt. should encourage people to produce & consume wheat every way (and discourage the rice). If it is necessary we can depend on & produce genetically modified (GM) wheat. As GM food has gained acceptance in Europe & America, then we should not remain hesitated about it. Moreover our holy prophet (pbuh) has given his opinion in favor of genetically modified (GM) food. In one of his sayings he said, ‘in the last age there will be superabundance of food grains’. That means rice, wheat, onion, garlic, fruits, vegetables etc of mega-size will be invented & people will be obliged to consume those (to get ride of famine).

Dr. Bashir Mahmud Ellias
Author, Design specialist, Homeo consultant
chamber : Jagarani homeo hall
47/4 Toyenabi circular road (2nd flr),
(near ittefaq crossing & studio 27)
Motijheel, Dhaka,
Bangladesh.
Mob : +880-01916038527
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com

ভাত মানবজাতির সবচেয়ে বড় শত্রু

আমাদের জাতীয় জীবনের উন্নতি-অগ্রগতি-সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা কি জিজ্ঞাসা করলে একেক জন একেক উত্তর দিবেন। কিন’ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যদি বিবেচনা করেন, তবে আমি বলব ভাতই আমাদের এক নম্বর জাতীয় শত্রু। চাল বা ভাত এমন একটি প্রধান খাদ্য যাতে চিনি (শর্করা/ শ্বেতসার/কাবোর্হাইড্রেট) বেশী পরিমাণে থাকে। ফলে আমাদের শারীরিক বৃদ্ধি বা যৌবন প্রাপ্তি ঘটে খুবই দ্রুতগতিতে। ফলে আমরা বিয়ে করি দ্রুত এবং বাচ্চা-কাচ্চা উৎপাদন করি দ্রুত। মনে হয় সেদিন যাকে দেখলাম হাফ-পেন্ট পড়ে খেলছে, দুদিন পরই দেখি বাচ্চা-কাচ্চার মাতা-পিতা হয়ে সে অবসন্ন হয়ে পড়ছে। অর্থাৎ ভাত খাওয়া আমাদের ভয়ঙ্কর গতিতে জনসংখ্যা বৃদ্ধির একটি বড় মূল কারণ। বিশ্বাস না হলে চীন-ভারত-ইন্দোনেশিয়া-জাপান-কোরিয়া প্রভৃতি ভাত খাওয়া দেশের দিকে তাকাতে পারেন, প্রতিটি দেশই জনসংখ্যার ভারে বিপযর্স্ত। জনসংখ্যার কল্পনাতীত বিস্ফোরণের কারণে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও আমাদের সকলের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। ভাত আমাদের কেবল দ্রুত যৌবন প্রাপ্তিই ঘটায় না, পাশাপাশি আমাদেরকে ফটাফট্‌ বুড়ো-বুড়িতেও রূপান্তরিত করে থাকে। ফলে আমরা তাড়াতাড়ি অকর্মণ্য হয়ে পরিবার-সমাজ-দেশের বোঝায় পরিণত হয়ে যাই। কেননা বুড়ো হলে একদিকে কাজ করার শক্তি কমে যায়, অন্যদিকে অসুখ-বিসুখে একেবারে কাবু করে ফেলে। এটা ঠিক যে, চিনি/শর্করা/শ্বেতসার/ কাবোর্হাইড্রেট আমাদের সকল শক্তির মূল উৎস এবং এগুলো ছাড়া আমরা অচল। আবার এটাও সত্য যে, শরীরে অতিরিক্ত (চিনি/শর্করা/শ্বেতসার) কাবোর্হাইড্রেটের সরবরাহ আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। বিষয়টিকে পানির সাথে তুলনা করলে সবচেয়ে যুক্তিসঙ্গত হয়। আমরা সবাই জানি যে, স্বাভাবিক পানি আমাদের বেঁচে থাকার মূল কারণ আবার বন্যার (অতিরিক্ত) পানি আমাদের মৃত্যুর কারণ হয়ে থাকে।

আমাদের দেশে ডাক্তারদের কাছে যত লোক যায়, তাদের শতকরা ৯০ ভাগেরই দেখা যায় গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে। ভাতে থাকা অতিরিক্ত চিনি থেকেই পেটে গ্যাস হয়, গ্যাস থেকে হয় এসিডিটি এবং এসিডিটি থেকে হয় আলসার। ভাত খাওয়া (অর্থাৎ ভাত খাওয়ার মাধ্যমে বছরের পর বছর শরীরে মাত্রাতিরিক্ত চিনি সরবরাহ করা) যে ডায়াবেটিস হওয়ারও সবচেয়ে বড় কারণ, সেটি নিশ্চয় কেউ অস্বীকার করবেন না। রুটি যে-সব দেশের প্রধান খাদ্য, সে-সব দেশে খোঁজ নিয়ে দেখতে পারেন, সেখানে ডায়াবেটিস এবং গ্যাসট্রিক আলসারের কোন মহামারী নাই। এই পর্যায়ে বলা যায় যে, প্রতি বছর এই দুইটি মহামারী রোগের চিকিৎসার জন্য এই গরীব দেশটিকে হাজার হাজার কোটি টাকার ঔষধ বিদেশ থেকে আমদানী করতে হয়। কেউ কেউ বলতে পারেন যে, এই দুটি রোগের জন্য ব্যবহৃত বেশীর ভাগ ঔষধই দেশে তৈরী হয়ে থাকে। হ্যাঁ, ঔষধগুলো দেশে তৈরী হয় বটে ; তবে ঔষধ তৈরীর যন্ত্রপাতি, ক্যামিকেল, প্যাকিং সামগ্রী ইত্যাদি সবই কিন্তু বিদেশ থেকে আমদানী করতে হয়। তাছাড়া এসব রোগ নির্ণয় করার জন্য যে-সব প্যাথলজিক্যাল টেস্ট করতে হয় ; তাদের যনত্রপাতি, রিয়েজেন্ট ইত্যাদিও বিদেশ থেকে আমদানী করতে হয়। ডাক্তারের চেম্বারে বা হাসপাতালে লাইন দিয়ে বসে থাকা এবং দিনের পর দিন বিছানায় পড়ে থেকে যত মূল্যবান সময়ের অপচয় হয়, সেই কথা না হয় বাদই দিলাম। কেবল এই দুইটি রোগই নয়, ছোট-বড় আরো শত শত রোগের উৎপত্তির সাথেই এই খতরনাক ভাতের সম্পর্ক খুঁজে পাওয়া যাবে (অর্থাৎ রক্তে চিনির ভারসাম্যহীনতার)। ডাক্তারদের মতে, এক মুঠো ভাত খাওয়া আর এক মুঠো চিনি খাওয়ার মধ্যে উল্লেখযোগ্য কোন পার্থক্য নাই।

আপনি যদি বলেন যে, ভাত নয় বরং অলসতাই হলো আমাদের জাতীয় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে প্রধান বাধা ; তবে আমি বলবো ভাতই আমাদের দেহ-মনে অলসতা সৃষ্টি করে। ভাতের মধ্যে থাকা মাত্রাতিরিক্ত চিনি / শ্বেতসার অলসতার একটি মুল কারণ। আমরা যে সামান্য একটু পরিশ্রম করলেই কাহিল হয়ে পড়ি, ভাতে থাকা মাত্রাতিরিক্ত সুগারই ইহার জন্য দায়ী। ভাতে যেহেতু প্রচুর চিনি থাকে এবং ভাত দ্রুত হজম হয়ে তার মূল খাদ্য উপাদান শোষিত হয়ে রক্তে চলে যায়, সেহেতু ভাত খাওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে আমাদের রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে যায় এবং আমরা ডায়াবেটিস রোগীদের মতো ঘুমঘুমভাব, দুর্বলতা, অলসতা অনুভব করতে থাকি। তবে প্রশ্ন করতে পারেন, জাপানী-কোরিয়ানরা তো ভাত খাওয়া সত্ত্বেও আমাদের মতো অলস নয় বরং কঠোর পরিশ্রমে অভ্যস্ত এবং অল্প পরিশ্রমে ক্লান্ত-শ্রান্তও হয় না। হ্যাঁ, এক্ষেত্রে আবহাওয়াগত কিছু সুবিধা তারা পেয়েছে। তাদের জলবায়ু শীত প্রধান হওয়ার কারণে যথেষ্ট পরিশ্রম করলেও তাদের শরীর ঘামায় না। ফলে তারা আমাদের মতো সামান্য পরিশ্রমেই দুর্বল হয়ে পড়ে না। আর মঙ্গোলীয়ান গোষ্টির লোকেরা (অর্থাৎ নাক বোচা মানুষরা) নৃতাত্ত্বিকভাবেই খুবই পরিশ্রমী হয়ে থাকে। পক্ষান্তরে আবহাওয়াজনিত কারণে আমাদের শরীর ঘামায় বেশী এবং ঘামের সাথে প্রয়োজনীয় খনিজ লবণ বেড়িয়ে যাওয়ার কারণে আমরা সহজেই দুর্বল হয়ে পড়ি। এক্ষেত্রে ভাত এবং ঘামানো দুটোই আমাদের অলসতা-দুর্বলতা-কর্মবিমুখতার জন্য সমানভাবে দায়ী।

কোনো কোনো পন্ডিত ব্যক্তি যুক্তি দেখান যে, পরিমাণ মতো ভাত খাওয়া ক্ষতিকর নয় বরং মাত্রাতিরিক্ত পরিমাণে ভাত খাওয়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু সমস্যা হলো ভাতের মধ্যে এমনই এক অদ্ভূত দুর্দমনীয় আকর্ষণ আছে যে, ভাত খাওয়ার সময় মাত্রা মতো খাওয়ায়ই কষ্টকর বরং মাত্রাতিরিক্ত খাওয়াই সহজ। পক্ষান্তরে আটার রুটি মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া যে-কোরো পক্ষেই কঠিন। কেননা ভাত নরম এবং ভেজাভেজা আর রুটি শক্ত এবং শুকনা। কেউ কেউ বলবেন যে, দারিদ্রতাই আমাদের মুল সমস্যা। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, ভাতই আমাদের দুরারোগ্য দারিদ্রের মূল কারণ। কেননা ভাত গলা পযর্ন্ত খেলেও দুই ঘণ্টার মধ্যেই হজম হয়ে যায়। ফলে (ভাত) খেতে হয় প্রচুর এবং এজন্য খাওয়ার পেছনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে ব্যয় সঙ্কোচন করতে হয়। আমাদের শক্তি-সামর্থ বলুন আর (তালপাতার সেপাই মার্কা) হাস্যকর শারীরিক আকার-আকৃতিই বলুন, সবই করুণার উদ্রেক করে (যাচ্ছেতাই !)। আর ইহার জন্য দায়ী এই কুলাঙ্কার ভাত। ভাত খাওয়া চীনা, ভারতীয় আর ইন্দোনেশিয়ানদের স্বাস্থ্য দেখেন আর রুটি খাওয়া এরাবিয়ান, ইউরোপীয়ান ও আমেরিকানদের স্বাস্থ্য দেখেন, তাহলেই ভাতের মহিমা বুঝতে পারবেন। ফুটবল, ক্রিকেট ইত্যাদির মতো পরিশ্রম সাধ্য খেলাগুলোতেও দেখবেন ভাত খাওয়া দেশের ছেলে-মেয়েরা তেমন সুবিধা করতে পারে না। কারণ একটাই আর তাহলো ভাত খেলে অল্প সময়ের জন্য প্রচুর শক্তি (ক্যালরি) সাপ্লাই পাওয়া যায় ঠিকই কিন্তু তার কিছুক্ষণ পরই রক্তে ক্যালরির সাপ্লাই একেবারে বিপজ্জনকভাবে কমে যায়। পক্ষান্তরে রুটি খেলে সেটি ধীরে ধীরে হজম (অর্থাৎ রক্তে শোষিত) হয়, ফলে রক্তে এনার্জি/ ক্যালরির মাত্রা একই রকম থাকে দীর্ঘ সময় যাবত। ভাতের মতো অল্প সময়ের জন্য ভীষণ বেড়েও যায় না এবং তারপর একেবারে মুশকিলে ফালানোর মতো কমেও যায় না। আমরা যদি ভাত খাওয়া বাদ দিয়ে দ্রুত রুটি খাওয়ায় অভ্যস্ত না হই, তবে সরকার দীর্ঘদিন যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের পেছনে যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা অপচয় করছে, তা আরো কত যুগ চালিয়ে যেতে হবে আল্লাহ্‌ই ভালো জানেন। অথচ আরবদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা প্রভৃতি রুটি খাওয়া দেশের সরকারগুলো দম্পতিদের হাজার হাজার মিলিয়ন ডলার বোনাস দিয়েও তাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে পারছে না। কোন কোন বিশ্লেষক মনে করেন যে, ভাত নয় বরং অশিক্ষা এবং দারিদ্রের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আরব দেশগুলোর দিকে লক্ষ্য করুন, তাদের শিক্ষার হার অনেক কম তারপরও তাদের জনসংখ্যার বিস্ফোরণ নাই। এমনকি কয়েক দশক পূর্বে যখন তারা দরিদ্র ছিল, তখনও তাদের জনসংখ্যার কোন সমস্যা ছিল না।

অনেকে মনে করেন, অশিক্ষাই আমাদের সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা। এক্ষেত্রে বলা যায় অভাব অশিক্ষার মূল কারণ, অভাবের মূল কারণ জনসংখ্যার লাগামহীন বৃদ্ধি এবং জনসংখ্যার লাগামহীন বৃদ্ধির মূল কারণ ভাত। ইদানীং অনেকে বলছেন যে, দুর্নীতি আমাদের প্রধান সমস্যা। ভেবে দেখুন, দুর্নীতির মূলে আছে দারিদ্র-অশিক্ষা-অসচেতনতা আর আমাদের দেশে দারিদ্র-অশিক্ষার একটি বড় কারণ হলো জনসংখ্যার বিস্ফোরণ এবং জনসংখ্যা যে আর্শিবাদ না হয়ে বিরাট সমস্যা হয়ে দাড়িয়েছে, তার মূলে আছে এই কমবখ্‌ত ভাত। কোন কোন বিজ্ঞ ব্যক্তি মনে করেন যে, জাপান উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তার বিশাল জনসংখ্যাকে অভিশাপ থেকে আশির্বাদে রূপান্তরিত করেছে। সত্যি সত্যি জাপানের দৃষ্টান্তটি একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম আর ব্যতিক্রম কখনও সমাধান হতে পারে না। কাজেই রোগ-ব্যাধিমুক্ত শরীর-স্বাস্থ্য এবং সুখী-সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলেরই উচিত হবে এখন থেকে ভাত খাওয়া পুরোপুরি বর্জন করা এবং গমের আটার রুটি খাওয়া শুরু করা। (অবশ্য যবের আটার রুটি খাওয়াটা আরো পুষ্টিকর এবং কল্যাণকর। কেননা পৃথিবীর সবচেয়ে উত্তম একটি ভিটামিন ঔষধ যবের পাতার রস থেকে তৈরী করা হয়।) আমি জানি কাজটি খুবই কঠিন এবং রাতারাতি করা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে অবশ্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকটি সমস্যা হলো, আমাদের নারী সমাজ রুটি পাকানোর চাইতে ভাত রান্না করতে বেশী আগ্রহী। কেননা ভাত রান্না করা খুবই সহজ কিন্তু রুটি বানানো খুবই কষ্টকর কাজ। তবে পাশাপাশি এটাও চিন্তা করে দেখতে হবে যে, ভাত খাওয়ার জন্য নানা রকমের মজাদার তরকারী রান্না করতে হয় কিন্তু রুটি খাওয়ার জন্য তার কোন দরকার নেই। রুটি খাওয়ার জন্য স্রেফ আলু ভাজি অথবা ডাল হলেই যথেষ্ট। সেক্ষেত্রে যে পয়সা দিয়ে আমরা তরকারী ক্রয় করি, তা দিয়ে আমরা দেশী-বিদেশী মৌসুমী ফল-মূল খেতে পারি। বিষয়টি আমাদের স্বাস্থ্যের জন্যও হবে অধিক উপকারী।

তরকারীর যে আকাশ ছোয়া দাম, তিন কেজি করলা না খেয়ে বরং এক কেজি আপেল খাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কেননা একে তো শাক-সবজিতে তেমন কোন ভিটামিন থাকে না, তারপরেও যা থাকে সেগুলো আবার রান্নার সময় আগুনের তাপে নষ্ট হয়ে যায়। রুটি বানানোর ঝামেলা থেকে আমাদের নারী সমাজকে রক্ষা করার জন্য দেশের হোটেল-রেস্তোরা-খাবার দোকান মালিকদের এগিয়ে আসতে হবে। তাদেরকে বাতাসের মতো পাতলা আর ছয় মাসের পোড়া তেলে ভাজা পরোটা বানানোর অভ্যাস ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো মেগা সাইজের রুটি বানানোর তরিকা চালু করতে হবে যাতে এক রুটিতেই এক পরিবারের সকলের পেট ভরে যায়। আবার ইউরোপ-আমেরিকার মতো পাউরুটি তৈরীর মেশিন ঘরে ঘরে সহজলভ্য করা যেতে পারে। কেহ কেহ চালের চাইতে আটার দাম বেশী ইত্যাদি অজুহাত দেখাতে পারেন, কিন্তু বিস্তর অসুখ-বিসুখ আর অকাল বার্ধক্যের কথাও পাশাপাশি তাদের চিন্তা করা উচিত। আটা রুটির শতভাগ ফজিলত পেতে চাইলে আমাদেরকে আবার খোলা আটা খাওয়া শুরু করতে হবে ; কেননা যে-সব কোম্পানী প্যাকেটে করে আটা মার্কেটে ছাড়ে তারা আটাকে সাদা করার নামে আটার আসল জিনিসটাই ছেঁকে ফেলে দেয়। সরকারের নিকট আমাদের দাবী থাকবে, গম চাষকে সর্বাত্মকভাবে পৃষ্টপোষকতা প্রদান করা হউক এবং ধান চাষকে নিরুৎসাহিত করা হউক। প্রয়োজনে জেনেটিক্যালি মোডিফাইড গমের চাষ করা হউক। কেননা ইউরোপ-আমেরিকার দেশগুলোতে জিএম ফুড স্বীকৃতি পেয়েছে ; আমাদের অযথা দ্বিধা-দন্দ্ব করে সাতপাঁচ ভেবে বসে থাকলে চলবে না। সর্বোপরি মহানবী (দঃ) ও এই জিএম ফুডের পক্ষে মতামত দিয়েছেন। কেননা এক বাণীতে তিনি বলেছিলেন যে, “আখেরী জামানায় খাদ্য-শস্যে খুবই বরকত হবে”। তার মানে হলো মেগা সাইজের চাল-গম-পেয়াজ-রসুন-ফলমুল-তরিতরকারি ইত্যাদির প্রচলন হবে এবং দুর্ভিক্ষ ঠেকাতে (জনসংখ্যার ভারে নুহ্য) মানবজাতির পক্ষে সেগুলো খাওয়া ছাড়া কোন বিকল্প থাকবে না।

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস
গ্রন্থকার, ডিজাইন স্পেশালিষ্ট, ইসলাম গবেষক, হোমিও কনসালটেন্ট
চেম্বার ‍ঃ জাগরণী হোমিও হল
৪৭/৪ টয়েনবী সার্কুলার রোড (নীচতলা)
(ইত্তেফাক মোড়ের পশ্চিমে এবং স্টুডিও 27 এর সাথে)
টিকাটুলী, ঢাকা।
ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com

ক্যানসারের চিকিৎসায় ভয়ঙ্কর বিপদ
http://bashirmahmudellias.blogspot.com/2009/10/cancer-and-its-perilous-treatment_31.html
মানসিক রোগীদের চরম দুর্ভাগ্য
http://bashirmahmudellias.blogspot.com/2009/10/mental-patients-their-tradgedy.html
হৃদরোগের সবচেয়ে ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে
http://bashirmahmudellias.blogspot.com/2010/02/cardiac-diseases-their-easy-cure.html
কিডনী রোগের প্রকৃত কারণ এবং চিকিৎসা
http://bashirmahmudellias.blogspot.com/2009/10/kidney-diseases-their-real-cause-and.html
শিশুদের টিকা থেকে সাবধান
http://bashirmahmudellias.blogspot.com/2008/10/beware-of-childhood-vaccine.html
হোমিওপ্যাথিক ঔষধ ছাড়া ডায়াবেটিস নিমূর্ল হয় না
http://bashirmahmudellias.blogspot.com/2009/09/diabetes-and-some-hard-talks.html
হেপাটাইটিস একটি ফালতু রোগ
http://bashirmahmudellias.blogspot.com/2008/11/hepatitis-is-not-incurable-disease.html
প্যাথলজিক্যাল টেস্ট মারাত্মক ক্ষতিকর
http://bashirmahmudellias.blogspot.com/2010/04/pathological-tests-are-seriously.html
ফ্রি হোমিওপ্যাথিক ই-কনসালটেশান
Free homeopathic e-consultation
http://bashirmahmudellias.blogspot.com/2009/11/free-homeopathic-e-consultation.html


1 Comment

Beware of childhood vaccines

শিশুদের  টিকা  থেকে  সাবধান !

Beware  of  childhood  vaccines

(Read  a  similar  article  in  English  from  the   link  given  below)

https://currenthealthscenario.blogspot.com/2011/04/50-reasons-to-protect-infants-from.html

http://www.whale.to/vaccine/chatterjee.html

সেদিন একজন সরকারী কর্মকর্তার শিশু সন্তানকে যখন টিকা দেওয়া হলো তখন সাথে সাথেই শিশুটির সমস্ত শরীর প্যারালাইজড হয়ে মরণাপন্ন দশায় উপনীত হয়। দ্রুত একটি দামী ক্লিনিকে ভর্তি করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা খরচ করে শিশুটিকে প্রাণে বাচাঁনো সম্ভব হয়। এই ঘটনায় তার সহকর্মী এবং অধীনস্থ কর্মচারীদের অনেকেই আড়ালে-আবডালে মন্তব্য করছিল যে, “ঘুষখোরের উপর আল্লাহর গযব পড়েছে’’। আসলেই কি এটি গজব ছিল ? ধর্মীয় বা নীতি-নৈতিকতার দৃষ্টিতে মন্তব্যটি সঠিক হলেও বিজ্ঞান কিন্তু তা বলে না। হ্যাঁ, টিকার যতগুলো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার মধ্যে একটি হলো ‘সাডেন ইনফেন্ট ডেথ সিনড্রোম’ বা শিশুর হঠাৎ মৃত্যু (SIDS-Sudden Infant Death Syndrome)। বেশ কিছু রোগের হাত থেকে বাঁচার জন্য বা রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ শক্তি সৃষ্টির জন্য আমরা অনেকেই এলোপ্যাথিক টিকাগুলো নিয়ে থাকি। যেমন-বিসিজি, ডিপিটি, এমএমআর, হাম, পোলিও, হেপাটাইটিস, এটিএস ইত্যাদি। অথচ টিকার (vaccine) মারাত্মক ক্ষতিকর দিক সম্পর্কে আমরা অনেকেই খবর রাখি না। টিকার ক্রিয়াকৌশল হলো অনেকটা ‘কাটা দিয়ে কাটা তোলা’ কিংবা ‘চোর ধরতে চোর নিয়োগ দেওয়া’র মতো। যে রোগের টিকা আমরা নিয়ে থাকি, সেটি বস্তুত তৈরী করা হয়ে থাকে সেই রোগেরই জীবাণু থেকে। অর্থাৎ যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যে-ই রোগের সৃষ্টি করে থাকে, সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকেই সেই রোগের টিকা প্রস্তুত করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মারাত্মক ব্যাকটেরিয়া বা ভাইরাসকে নাকি নানাবিধ জটিল প্রক্রিয়ার মাধ্যমে ‘দুর্বল’ করে টিকা হিসেবে ব্যবহার করা হয়। টিকা মুখে খাওয়ানো হউক বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হউক, সবগুলোই এই তথাকথিত ‘দুর্বল’ কিন্তু জীবিত জীবাণু দিয়ে তৈরী করা হয়। এসব ভয়ানক ক্ষতিকর জীবাণুকে ‘দুর্বল’ করার প্রক্রিয়া আবিষ্কার করে একই সাথে বিখ্যাত এবং পরবর্তীতে কুখ্যাত হয়েছিলেন ফ্রান্সের বিজ্ঞানী লুই পাস্তুর। কেননা লুই পাস্তুরের আবিষ্কৃত জলাতঙ্কের টিকা নিয়েই বরং বিপুল সংখ্যক লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। দাবী করা হয়ে থাকে যে, জীবাণুদের এই ‘দুর্বলতা’ একটি স্থায়ী বিষয়; কাজেই তারা কখনও শক্তিশালী হতে পারে না এবং কোন ক্ষতি করতে পারে না। কিন্তু নিরপেক্ষ চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন যে, কারো শরীরে উপযুক্ত পরিবেশ পেলে জীবাণুরা ঠিকই শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ভয়ঙ্কর ক্ষতিসাধন করতে পারে। বাস্তবে এমন ভুড়িভুড়ি প্রমাণ পাওয়া যায়।

আরেকটি চিন্তার কথা হলো, শক্তিশালী কেউটে সাপে দংশন করলে মানুষ মরবে আর দুর্বল কেউটে সাপে কামড়ালে মানুষ মরবেও না আর কোন ক্ষতিও হবে না, এমনটা বলা কতটা যুক্তিসঙ্গত ? দাবী করা হয়ে থাকে যে, কোন রোগের টিকা নিলে শরীরে সেই রোগের বিরুদ্ধে একটি ক্ষণস্থায়ী প্রতিরোধ শক্তির (antibody) সৃষ্টি হয়; ফলে আগামী কয়েক বছর সেই ব্যক্তির ঐ রোগটি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই দাবীর একশ ভাগ গ্যারান্টি আজ পর্যনত্ম পাওয়া যায় নাই। বোয়ার যুদ্ধে অংশগ্রহনকারী অধিকাংশ ব্রিটিশ সৈন্যকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছিল কিন্তু তারপরও ৫১,০০০ সৈন্য টাইফয়েডে আক্রান্ত হয়েছিল যাদের মধ্যে ৮০০০ সৈন্য মৃত্যুবরণ করে। অন্যদিকে ইউরোপীয় যুদ্ধের সময় রাশিয়া-জাপান যুদ্ধের অভিজ্ঞতা অনুসারে ওয়েস্টার্ন ফ্রণ্টের সৈন্যদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছিল। ফলে টাইফয়েডে আক্রান্ত হয়েছিল মাত্র ৭০০০ সৈন্য যাদের অর্ধেক ছিল টাইফয়েডের টিকা নেওয়া এবং অর্ধেক ছিল টিকা ছাড়া। আবার গেলিপোলির যুদ্ধে সমস্ত সৈন্যকে আমাশয়ের টিকা দেওয়ার পরও ৯৬,০০০ সৈন্য আমাশয়ে আক্রান্ত হয়েছিল কেবল বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়নি বলে। ১৯৪৮ সালে যুক্তরাজ্যে বাধ্যতামূলক বসন্তের টিকা নেওয়ার আইনটি যখন বাতিল করা হয়; তার পরের পরিসংখ্যানে কিন্তু যুক্তরাজ্যে বসন্ত মহামারীর সংখ্যা বা বসন্ত রোগে (small pox) মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যায়নি। মোটামুটি সকল টিকার শিক্ষা একটিই আর তাহলো পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, স্বাস্থ্যকর বাসস্থান ইত্যাদির অভাবকে হাজারবার টিকা দিয়েও সামলানো যায় না। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো- শরীরে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করার পাশাপাশি টিকা নামক এই জৈব বিষ (Biological poison) অর্থাৎ জীবাণু মানুষের রোগ প্রতিরোধ শক্তি বা ইমিউন সিস্টেমে (immune system) মারাত্মক বিশৃঙখলার সৃষ্টি করে থাকে। আর এই বিশৃঙখলার সুযোগে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ আমাদের শরীরে বাসা বাধার উপযুক্ত পরিবেশ পেয়ে যায়। ইহা আজ প্রমাণিত সত্য যে, ইমিউনিটির সর্বনাশ না হলে শরীরে ক্যান্সার বা ম্যালিগন্যান্সি (malignancy) আসতে পারে না। পৃথিবীতে রোগ-ব্যাধিকে যিনি সবার চাইতে বেশী বুঝতে পেরেছিলেন, সেই চিকিৎসা মহাবিজ্ঞানী জার্মান ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান টিকাকে অভিহিত করেছেন – মানবজাতিকে ধ্বংসের একটি ভয়ানক মারনাস্ত্ররূপে।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর ক্রিয়া এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে সর্বপ্রথম এবং সর্বাধিক গবেষনা করেছেন ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ জে. সি. বার্র্নেট (Dr. James Compton Burnett, M.D.)। ১৮৮০ সালে তিনি তাঁর সুদীর্ঘ ক্লিনিক্যাল অবজার্বেশন থেকে ঘোষণা করেন যে, টিউমার এবং ক্যান্সারের একটি অন্যতম মূল কারণ হলো এসব টিকা। বার্নেট প্রথম প্রমাণ করেন যে, থুজা (Thuja occidentalis) নামক হোমিও ঔষধটি টিকার অধিকাংশ ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নিরাময় করতে সক্ষম। বার্নেটের মতে, মানুষ জন্মের সময় আল্লাহ প্রদত্ত যে স্বাস্থ্য নিয়ে জন্মায় তা হলো সবচেয়ে উৎকৃষ্ঠ স্বাস্থ্য (perfect health)। আর এই কারণে টিকা দিয়ে বা অন্য-কোন ঔষধ প্রয়োগে তাকে পরিবর্তন করা হলো একটি মাইনাস পয়েন্ট অর্থাৎ সুস্বাস্থ্যের ক্ষতি করার নামান্তর। তার মানে হলো টিকা দেওয়ার ফলে একজন মানুষ তার সবচেয়ে উত্তম স্বাস্থ্য থেকে বিচ্যুত/ অধঃপতন হলো। আর সবচেয়ে উৎকৃষ্ঠ স্বাস্থ্য থেকে বিচ্যুত হওয়ার মানে হলো অসুস্থ্য হওয়া। কাজেই টিকা নেওয়ার ফলে শরীরের যে অবস্থা হয়, তাকে সহজ ভাষায় বলা যায় অসুস্থ অবস্থা বা রোগ আক্রান্ত অবস্থা বা পীড়াগ্রস্থ হওয়া। স্টুয়ার্ট ক্লোজ (Dr. Stuart M Close, M.D.) নামক আরেকজন ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী টিকার ন্যায় যাবতীয় পাইকারী চিকিৎসাকে সম্পূর্ণরূপে ‘এক পাক্ষিক বা এক আঙ্গিক’ (unholistic) ঘোষণা করে ইহার নিন্দা করেছেন ; কেননা ইহা চিকিৎসা বিজ্ঞানের সংবেদনশীলতা (Susceptibility) নামক সার্বজনীন নীতির পরিপন্থী। সাসসেপটিভিলিটি নীতির মানে হলো একই ঔষধ একজনের উপকার করতে পারে, আরেকজনের ক্ষতি করতে পারে আবার অন্যজনের উপকার-ক্ষতি কোনটাই নাও করতে পারে।
হ্যারিস কালটার (Harris Culter) নামক একজন আমেরিকান মেডিক্যাল ঐতিহাসিক তাঁর দীঘ গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এখনকার সমাজে মানসিক রোগ এবং অপরাধ প্রবনতা বৃদ্ধির জন্য এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য টিকাদান কর্মসূচীকে দায়ী করেছেন। টিকা কেবল আমাদের শরীরকে নয়, আমাদের মনকেও বিষিয়ে তুলেছে। মানুষের মধ্যে আজকাল যে উগ্রমেজাজ, প্রতিশোধ প্রবনতা, অপরাধে আসক্তি, কথায় কথায় খুন করার মানসিকতা, মাদকাসক্তি, সমকামিতা, আত্মহত্যার প্রবনতা প্রভৃতি লক্ষ্য করা যায় তারও মূলে রয়েছে এই কুলাঙ্গার টিকা। বিশেষত বিসিজি টিকা শিশুদের মনে ধ্বংসাত্মক প্রবণতা সৃষ্টি করে। ইহার ফলে শিশুরা এমন দুর্দান্ত স্বভাবের হয় যে, তাদেরকে শাসন বা নিয়নত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। এরা হয় গোয়ার, কথায় কথায় মারামারি এবং ভাঙচুড়ে ওস্তাদ। বর্তমানে প্রচলিত মারাত্মক মারাত্মক অনেক চর্মরোগেরও মূল কারণ এই খতরনাক টিকা। একটি ওয়েবসাইটে টিকা নেওয়ার ফলে শিশুদের যে-সব মারাত্মক মারাত্মক চর্মরোগ হয়েছে, তাদের অনেকগুলো ছবি দেওয়া আছে, যা দেখলে যে-কেউ শিউরে উঠবেন। সম্প্রতি একটি গবেষণায় ঈঙ্গিত করা হয়েছে যে, একিউট ডিজিজের () পরিমাণ কমে গিয়ে এলার্জি, হাঁপানি, ডায়াবেটিস, টিউমার, ক্যান্সারের মতো দুরারোগ্য ক্রনিক ডিজিজের সংখ্যা মহামারী আকারে বৃদ্ধি পাওয়ার মূলে আছে এসব পাইকারী টিকাদান কর্মসুচী। কুলকান (Kulcan) নামক একজন ব্রিটিশ গবেষক লক্ষ্য করেন যে, মানুষের চুল টিকার দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় থাকে। টিকা নেওয়ার ফলে কারো কারো চুল পাতলা হয়ে যায়, কারো কারো চুল পড়ে টাঁক হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে অনাকাঙিখত স্থানে বেশী বেশী চুল গজাতে থাকে। ডাঃ বার্নেট দীর্ঘ গবেষণায় প্রমাণ করেছেন যে, টাক (Alopecia areata) পড়ার মূল কারণ হলো দাদ (Ringworm) এবং দাদের মূল কারণ হলো টিকা। এই কারণে দেখা যায় শহরে মানুষদের মধ্যে টাক পড়ে বেশী এবং গ্রামের মানুষদের মধ্যে টাক পড়ার হার খুবই কম ; কেননা গ্রামের লোকেরা টিকা/ ভ্যাকসিন তেমন একটা নেয় না। আমার দ্বিতীয় মেয়েটির ঘটনা মনে আছে, জন্মের সময় তার মাথা ভরা চুল ছিল এবং জন্মের একমাস পর তাকে এক ডোজ পোলিও টিকার খাওয়ানোর পর থেকে দুই-তিন মাসের মধ্যেই তার চুল পড়তে পড়তে অর্ধেক মাথা টাক পড়ে যায়। তখন আমি টিকার ক্ষতিকর দিক সম্পর্কে কিছুই জানতাম না। তারপর তাকে কয়েক মাত্রা থুজা খাওয়ানোর পর আবার ধীরে ধীরে চুল গজাতে শুরু করে।

সম্প্রতি ডাঃ রিচার্ড পিটকেয়ার্ন (Dr. Richard Pitcairn) নামক একজন চিকিৎসা বিজ্ঞানী আমেরিকার গৃহপালিত পোষা প্রাণীদের ওপর গবেষণা করে দেখতে পান যে, যেসব পশুদের টিকা দেওয়া হয়েছে তদের দাঁত ক্ষয় (dental caries) হয় বেশী বেশী। আমেরিকানরা কেবল পাইকারী হারে টিকা নিতেই অভ্যস্থ নয় বরং একই সাথে তাদের গৃহপালিত পোষা প্রাণীদেরকেও পাইকারী হারে টিকা দিতে ওস্তাদ। আবার একই অবস্থা দেখা গেছে মানুষের ক্ষেত্রেও ; টিকা না নেওয়া শিশুদের চাইতে টিকা নেওয়া শিশুদের দাঁত ক্ষয় হয় বেশী মাত্রায়। এমনকি গবেষণায় দেখা গেছে যে, টিকা নেওয়া শিশুদেরকে যতই পুষ্টিকর খাবার খাওয়ানো হোক না কেন, তাদের দাঁত ধ্বংস হবেই এবং অধিকাংশ ক্ষেত্রে দাঁত ক্ষয় হয় দাঁতের বাহিরের দিকে মাড়ির কাছাকাছি (neck lesions)। যেহেতু দাঁতের সাথে হাড়ের গঠনের খুবই ঘনিষ্ট মিল আছে ; তাই বলা যায় এসব খতরনাক টিকা আমাদের হাড়েরও ক্ষতি করে থাকে সমানভাবে। আর হাড়ের ক্ষতি হলে শরীরে রক্ত কমে যায় ; কেননা আমাদের রক্ত উৎপন্ন হয় হাড়ের ভিতরে (bone marrow)। আর রক্ত কমে গেলে বা রক্তের উৎপাদন প্রক্রিয়ায় কোন ত্রুটি দেখা দিলে মানুষ অস্থিচমর্সার বা কঙ্কালে (emaciated) পরিণত হয়। তাই বলা যায়, ব্লাড ক্যানসারেরও (blood cancer) একটি বড় কারণ এসব টিকা। ডিপিটি টিকার কুফলে আপনার শিশুর তাৎক্ষণিক মৃত্যু হতে পারে আবার কোন কোন ক্ষেত্রে শিশুর ব্রেনও ড্যামেজ হয়ে যেতে পারে। ফলে সে বুদ্ধিপ্রতিবন্ধি বা অটিজমের (Autism) স্বীকার হতে পারে। অবশ্য অনেক গবেষণায় দেখা গেছে যে, হাম (measles), মাম্পস বা কণর্মূল প্রদাহ (mumps), হেপাটাইটিস এবং রুবেলা (rubella) ভ্যাকসিনেরও মানুষ এবং পোষাজন্তুদের ব্রেন ড্যামেজ করার ক্ষমতা আছে। বতমানে বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের সংখ্যা এতো বৃদ্ধি পেয়েছে যে, সচেতন ব্যক্তিরা মানবজাতির ভবিষ্যত নিয়ে শংকিত হয়ে পড়েছেন। কেননা ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব তো আজকের শিশুদেরকেই নিতে হবে। শিশুদের বুদ্ধিপ্রতিবন্ধিত্ব বা অটিজমে (Autism) আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ যে এইসব টিকা, তা অগণিত গবেষণায় প্রমাণিত হয়েছে। ইন্টারনেটে সামান্য খোজাঁখুঁজি করলেই এসব টিকা নেওয়ার ফলে অগণিত শিশুর করুণ মৃত্যু, ব্রেন ড্যামেজ হওয়া, ক্যান্সার, টিউমার, ব্লাড ক্যানসার প্রভৃতি মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার এমন অগণিত কেইস হিস্ট্রি দেখতে পাবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা গেছে, যে-সব দেশে টিকা নেওয়ার হার বেশী, সে সব দেশে ক্যান্সারে মৃত্যুর হারও বেশী। শিশুকে পোলিও টিকা খাওয়ানো থেকে স্বয়ং তার পিতা-মাতা পোলিও রোগে আক্রান্ত হতে পারেন। কেননা পোলিও টিকাতে পোলিও রোগের জীবিত ভাইরাস থাকে যা অনেকদিন পযর্ন্ত শিশুর মল-মুত্র-থুথু-কাশিতে অবস’ান করে। এসময় শিশুকে চুমু খেলে বা শিশুর পায়খানা-প্রস্রাব স্পর্শ করার মাধ্যমে পিতা-মাতা-দাদা-দাদীও পোলিও রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যেতে পারেন, যদি তাদের শরীরে পোলিও রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বিদ্যমান না থাকে বা তাদের রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে থাকে। হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর রোনাল্ড ডেসরোজিয়ারের মতে, পোলিও টিকাতে আরেকটি ভয়ঙ্কর বিপদ আছে যা ভবিষ্যতে টাইম বোমার মতো বিস্ফোণের সৃষ্টি করতে পারে। আর তা হলো পোলিও টিকা তৈরীতে বানরের কিডনীর টিস্যু ব্যবহার করা হয়ে থাকে। ফলে বানরদের শরীরে থাকা মারাত্মক সব ভাইরাস পোলিও টিকার মাধ্যমে মানবজাতির মধ্যে ছড়িয়ে পড়বে যা অকল্পনীয় বিপর্যয় ডেকে আনবে। ডেসরোজিয়ারের মতে, ‘আপনি হয়ত বলতে পারেন যে, ভাইরাসমুক্ত বানরের টিস্যু ব্যবহার করলেই হলো। কিন্তু সমস্যা হলো বানরের শরীরে থাকা মাত্র ২% ভাইরাস সম্পর্কে মানুষ অবহিত। কাজেই অবশিষ্ট বিপুল সংখ্যক ভাইরাস থেকে ক্ষতির আশংকা থেকেই যায়’। ১৯৫৯ সালে বহুজাতিক ঔষধ কোম্পানির মার্ক-এর বেন সুইট নামক এক বিজ্ঞানী পোলিও টিকাতে এসভি-৪০ নামক বানরের নতুন একটি ভাইরাস সনাক্ত করেন যেই ব্যাচের টিকা পূর্ববর্তী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি শিশুকে খাওয়ানো হয়েছিল। গবেষনায় যখন প্রমাণিত হয় যে, এসভি-৪০ একটি ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট যা গিনিপিগের শরীরে টিউমার তৈরী করেছে; তখন সারা আমেরিকায় হৈচৈ পড়ে যায়। তারপর যুক্তরাষ্ট্র সরকার এবং টিকা প্রস্তুতকারী কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, এখন থেকে পোলিও টিকা তৈরীতে অন্য প্রজাতির বানরের কোষতন্তু (tissue) ব্যবহার করা হবে।

পরবর্তী গবেষণায় দেখা গেছে যে, এসভি-৪০ ভাইরাস কেবল পোলিও টিকা গ্রহনকারীদের শরীরেই নানা রকম ক্যান্সারের সৃষ্টি করে না, বরং তাদের সন্তানদের দেহেও ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্যাথলজীর প্রফেসর বিজ্ঞানী জন মার্টিন সিমিয়ান সাইটোমেগালোভাইরাস (SCMV) নামক একটি বানরের ভাইরাস নিয়ে গবেষণায় দেখেছেন যে, এটি মানুষের ব্রেনে ছোট-বড় নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি করতে সক্ষম। শিকাগোর লয়ালা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মলিকুলার প্যাথলজিষ্ট মিশেল কার্বন একই ধরণের টিউমার মানুষের মধ্যে দেখতে পেয়েছেন যেমনটা এসভি-৪০ ভাইরাস গিনিপিগের শরীরে তৈরী করেছিল। তিনি ৬০% ফুসফুসের ক্যান্সারে এবং ৩৮% হাড়ের ক্যান্সারে এসভি-৪০ ভাইরাসের জিন এবং প্রোটিন আবিষ্কার করেন। তিনি একটি মেডিকেল কনফারেন্সে এসভি-৪০ ভাইরাসের সাথে এসব ক্যান্সারের সম্পর্কের বিষয়টি আরো পরিষ্কারভাবে নিশ্চিত করেন। তার সর্বশেষ গবেষণায় এসভি-৪০ ভাইরাস কিভাবে একটি কোষকে ক্যান্সারে রূপান্তরিত করে তার মেকানিজম আবিষ্কার এবং বর্ণনা করেন। মিশেল কার্বনের গবেষণায় দেখা যায় যে, এসভি-৪০ ভাইরাসটি একটি প্রোটিনকে বিকল করে দিয়ে থাকে যা কোষকে ক্যান্সারে পরিণত হওয়া থেকে রক্ষা করে। কাজেই কারো কারো মধ্যে ব্রেন, হাড় এবং ফুসফুসে টিউমার সৃষ্টিতে এসভি-৪০ ভাইরাস একটি উপাদানরূপে কাজ করতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যে, পোলিও টিকা খাওয়ার পর ত্রিশ দিনের মধ্যে যদি কোন শিশু অন্য কোন ইনজেকশন নেয়, তবে তার প্যারালাইসিস এবং পোলিওমায়েলাইটিসে আক্রান্ত হয়ে পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি কয়েক বছর পুর্বে ওমানে প্রমাণিত হয়েছে, যেখানে পোলিও টিকা খাওয়ার পরে ডি.পি.টি. ইনজেকশন নেওয়া বিপুল সংখ্যক শিশু প্যারাইসিসে আক্রান্ত হয়েছিল। কেন এমনটা হয় সে সম্পর্কে বিজ্ঞানীরা কোন রহস্য কিনারা করতে পারেনি।

ইটালীর ইউনিভার্সিটি অব ফেরারা’র জেনেটিক্সের প্রফেসর মওরো টগনন গত বিশ বছরে যুক্তরাষ্ট্রে ব্রেন টিউমারের সংখ্যা ৩০% বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাব্য কারণরূপে মনে করেন পোলিও টিকার মাধ্যমে ছড়ানো এসভি-৪০ ভাইরাসকে। আমেরিকার মেডিক্যাল জার্নালে প্রকাশিত ইটালীর এক ক্যান্সার গবেষণার ফলাফলে সুপারিশ করা হয়েছে যে, বর্তমানে তিন ধরনের ক্যান্সারের আক্রমণের হার বৃদ্ধি পাওয়ার কারণ হলো বানরের এসভি-৪০ ভাইরাস পোলিও টিকার মাধ্যমে মানবজাতির মধ্যে ছড়িয়ে পড়া ; যা বর্তমানে যৌনমিলনের মাধ্যমে পুরুষ থেকে নারীতে এবং বংশ পরস্পরায় মা থেকে গর্ভস্থ শিশুতে বিস্তার লাভ করছে। চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ মনে করেন, পোলিও টিকার মাধ্যমেই এইডস রোগের ভাইরাস বানরদের শরীর থেকে মানবজাতির মধ্যে সংক্রমিত হয়েছে। ন্যাশনাল ইনিস্টিটিউট অব হেলথের গবেষক এবং জেনেটিক্স বিজ্ঞানী মার্ক গীয়ার বলেন যে, “সকলের সামনে টিকার ক্ষতিকর পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করলে বা টিকা নিয়ে ক্ষতিগ্রস্ত শিশুদের সম্পর্কে কথা বললে অন্যান্য ডাক্তাররা প্রচুর সমালোচনা করে থাকে। কিন্তু একই ডাক্তাররা আবার গোপনে স্বীকার করেন যে, টিকা সম্পর্কে তুমি যা বলেছ তা ঠিক আছে। তবে এসব সবাইকে বলতে থাকলে লোকেরা ভয়ে টিকা নেওয়া বন্ধ করে দিবে”। তার মতে, চিকিৎসকদের এই ধরণের মনোভাব খুবই দুঃখজনক।

ল্যাবরেটরী এক্সপেরিমেন্ট এবং ক্লিনিক্যাল অবজারবেশনের মাধ্যমে বিভিন্ন টিকার সাথে আরো অনেক মারাত্মক মারাত্মক রোগের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। যেমন- ডিপিটি টিকার সাথে এনাফাইলেকটিক শক (Anaphylactic shock) বা হঠাৎ মৃত্যু, এনসেফালোপ্যাথি (Encephalopathy) ব্রেনের ইনফেকশন, গুলেন বেরি সিনড্রোম (Guillain-Barré Syndrome), ডিমায়েলিনেটিং ডিজিজেজ অব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইত্যাদি। হামের টিকার সাথে অপটিক নিউরাইটিস (Optic neuritis) দৃষ্টিশক্তির গোলমাল, মৃগীরোগ (Epilepsy), গুলেন-বেরি সিনড্রোম, ট্রান্সভার্স মায়েলাইটিস (Transverse myelitis), মৃত্যু ইত্যাদি। হেপাটাইটিস বি টিকা থেকে গুলেন-বেরি সিনড্রোম, আথ্রাইটিস (Arthritis), ডিমায়েলিনেটিং ডিজিজেজ অব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইত্যাদি হতে পারে। সবচেয়ে বড় বিপদের কথা হলো, একই ব্যক্তি একসাথে অনেকগুলো টিকা নিলে তাদের পারস্পরিক বিক্রিয়ার কারণে আমাদের কি ধরণের ক্ষতি হবে পারে, সে সম্পকে আমরা কিছুই জানি না। হোমিও চিকিৎসা বিজ্ঞানী এবং হোমিও ডাক্তাররা শত বষ পূব থেকেই এসব টিকাদান কমসূচীর বিরোধিতা করে আসছেন। ব্রিটিশ সোসাইটি অব হোমিওপ্যাথ-এর দুই হাজার সদস্য রয়েছেন, যাদের কেউ টিকা সমর্থন করেন না। এমনকি যে-সব বিজ্ঞানী এসব টিকা আবিষ্কার করেছিলেন, তারাও কোন রকম মহামারী ছাড়াই বিনা প্রয়োজনে এসব টিকা পাইকারী হারে সবাইকে দেওয়ার সুপারিশ করেন নাই। কিন্তু পরবতীতে এটি একটি বিরাট লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে যে, ১৯৬৮ হামের টিকা চালূ হওয়ার বহু পূর্বেই হামে (measles) মৃত্যুর হার ৯৯.৪ ভাগ হ্রাস পেয়েছিল। কাজেই বলা যায় যে, হামের মৃত্যু কমাতে হামের টিকার কোন অবদান নাই। অথচ এখনও অভিভাবকদের বিশ্বাস করতে প্ররোচিত করা হয় যে, হামের টিকার কারণে এই রোগে শিশু মৃত্যুর হার এখন অনেক কম ! ২০০৮ সালে ভারতের চেন্নাই এবং তামিলনাড়ু প্রদেশে হামের টিকা নিয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সাংবাদিকদের মতে, পযায়র্ক্রমে হয়ত ভারতের সকল প্রদেশেই হামের টিকাদান কর্মসূচী বন্ধ করা হতে পারে। আফ্রিকার একটি দেশ উগান্ডায় পোলিও ভ্যাকসিন খেয়ে এত বেশী শিশু মৃত্যুবরণ করেছে যে, তাকে স্রেফ গণহত্যা বলে অভিহিত করা যায়। কিহুরা কি‌উবা (Kihura Nkuba) নামক তথাকার একজন ধর্মযাজক সাংবাদিকদের বলেন যে, এসব হতভাগ্য শিশুদের জানাযা পড়তে পড়তে তার নুতন কুর্তা পুরনো হয়ে ছিড়ে গেছে। তিনি এক মহিলার ঘটনা উল্লেখ করেন, যে কিনা পোলিও টিকা খাওয়ানোর সরকারী নির্দেশ পেয়ে তার চার শিশু সন্তানের মধ্যে একটিকে লুকিয়ে রেখেছিলেন এবং তিনটিকে পোলিও টিকা খাইয়েছিলেন। ফলে সেই একটিই বেচেঁছিল এবং বাকী তিনটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিবেকবান চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এই পাইকারী টিকাদান কর্মসূচী হলো একটি মেডিক্যাল টাইম বোমা (time bomb) যা খুব শীঘ্রই ফাটবে এবং তখন মানবজাতির অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। আসলে কথাটা ভুল বললাম ; টাইমবোমাটির আসলে অলরেডি বিস্ফোরণ (burst) হয়ে গেছে। এলার্জি, হাঁপানি, ডায়াবেটিস, যক্ষ্মা, বুদ্ধি প্রতিবন্দ্বি, টিউমার, ক্যানসার ইত্যাদি মারাত্মক মারাত্মক রোগসমূহ আজ ঘরে ঘরে এমনভাবে আক্রমণ করেছে যে, আর কিছুদিন পরে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতেই গা শিউরে উঠে।

সাম্রাজ্যবাদীদের বিভিন্ন পিলে চমকানো চক্রান্ত সম্পর্কে যারা খোঁজ-খরব রাখেন, তাদের কথা শোনলে মনে আরো ভীতির সৃষ্টি হয়। অস্ত্র উৎপাদনকারী দেশ এবং কোম্পানীগুলো যেমন অস্ত্র বিক্রির জন্য বিভিন্ন দেশে যুদ্ধ-গৃহযুদ্ধ লাগিয়ে দেয়। তেমনি বড় বড় ঔষধ কোম্পানীগুলো তাদের ঔষধ বিক্রি করে টাকার পাহাড় গড়ার জন্য প্রথমে নিজেরাই নাকি প্রথমে মানুষের মধ্যে রোগের সৃষ্টি করার ব্যবস্থা করে থাকে। এজন্য তারা বিভিন্ন দেশ-মহাদেশের জন্য রোগ নির্দিষ্ট করে নেয়। যেমন- এশিয়ার জন্য ক্যানসার, আফ্রিকার জন্য এইডস, ইউরোপের জন্য মানসিক রোগ, আমেরিকার জন্য হৃদরোগ, অস্ট্রেলিয়ার জন্য মেদভূড়ি ইত্যাদি ইত্যাদি। তারপর টিকার সাথে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশিয়ে এইসব রোগ মানুষের মধ্যে সৃষ্টি করা হয়। গবেষকদের মতে, পোলিও টিকার ভেতরে এইডসের জীবাণু মিশিয়ে দিয়ে তারপর সেগুলো (অনেক ক্ষেত্রে বিনামূল্যে) আফ্রিকার বিভিন্ন সরবরাহ করে সেখানে এইডসের মহামারী সৃষ্টি করেছে। পাশাপাশি সাম্রাজ্যবাদীরা আফ্রিকার অনেকগুলো দেশের মধ্যে যুদ্ধ এবং গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। তারপর সাম্রাজ্যবাদীরা আফ্রিকার স্বর্ণ, হীরা, অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ অল্পমূল্যে (ক্ষেত্র বিশেষে বিনামূল্যে) লুন্ঠন করে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তুলছে। অন্যদিকে এতো এতো মূল্যবান প্রাকৃতিক এবং খনিজ সম্পদের মালিক হয়েও আফ্রিকানরা এইডস এবং যুদ্ধে ছোবলে ক্ষত-বিক্ষত হয়ে অনাহারে এবং বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। তাদের যাকিছু আয়-উপার্জন তা এইডসের ঔষধ এবং যুদ্ধের অস্ত্র কিনতেই শেষ হয়ে যাচ্ছে। যেই ঔষধে এইডস সারে না, সেই ঔষধই তাদেরকে খুবই উচ্চ মূল্যে কিনতে হচ্ছে।

টিকার ক্ষতিকর দিক নিয়ে প্রচুর গবেষণা এবং লেখালেখি করেছেন এমন একজন ভারতীয় গবেষক শ্রী জগন্নাথ চ্যাটাজির মতে, “একজন মানুষের জীবনকে তছনছ/ ছাড়খার করার জন্য মাত্র একডোজ টিকাই যথেষ্ট”। তার এই কথাটি যে কতটা নিদারুণ নিমর্ম সত্য কথা, তার সাক্ষী আমি নিজে এবং আমার মতো আরো কোটি কোটি আদম সন্তান। আজ থেকে কুড়ি বছর আগে আমার এক আত্মীয়ের যক্ষ্মা হয়েছে শুনে একজন এলোপ্যাথিক ডাক্তার আমাকে একডোজ বি.সি.জি. টিকা নেওয়ার পরামর্শ দেন। আর বি.সি.জি. টিকা নেওয়ার কারণে সেখানে এমন ঘা/ ক্ষত হয় যে, সেটি শুকাতে প্রায় এক বছর লেগে যায় এবং ডান হাতের সেই মাংস পেশীটি (deltoid muscle) পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে আজ বিশ বছর হলো ডান হাতে আমি কোন শক্ত কাজ করতে পারি না ; এমনকি কমপিউটারের মাউস নিয়ে চাপাচাপি করা (যা পৃথিবীর সবচেয়ে হালকা কাজ), তাও বেশীক্ষণ করতে পারি না। বেশী কাজ করতে গেলেই হাতের জয়েন্টে ব্যথা শুরু হয়, হাত অবশ হয়ে আসে। অথচ প্রতিটি মানুষের জীবনে তার ডান হাতের গুরুত্ব কতো বেশী, তা আমরা সবাই জানি। বিশেষ করে যাদের লেখালেখি বেশী করতে হয়, তাদের তো কথাই নেই। শুধু তাই নয়, বি.সি.জি. টিকা নেওয়ার কারণে আমার স্বাস্থ্য এমনভাবে ভেঙে পড়ে যে, আজ কুড়ি বছর যাবৎ আমি কঙ্কালসারে পরিণত হয়ে আছি। আরো পঞ্চাশ বছর সাধনা করেও আমার হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার কোন সম্ভাবনাও দেখছি না।

যদিও দাবী করা হয়ে থাকে যে, আজ থেকে একশ বছর পূর্বে যখন পাইকারী টিকাদান কর্মসূচী শুরু করা হয়, তখন থেকেই প্রচলিত সংক্রামক ব্যাধিসমূহ ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান তৎকালীন মেডিকেল পরিসংখ্যানে দেখা যায় যে, ডিপথেরিয়া, যক্ষা এবং হুপিং কাশি টিকা আবিষ্কারের পূর্বেই আক্ষরিক অর্থে বিলুপ্ত হয়ে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, টিকার কারণে নয় বরং বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন প্রণালীর উন্নতি, খাদ্য পুষ্টিমানের উন্নতি, স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং জন্মনিয়ন্ত্রণের কারণে এসব সংক্রামক ব্যাধি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। শিল্পোন্নত দেশগুলি তাদের আবিষ্কৃত ঔষধ নিজেরা ব্যবহারের পূর্বে প্রথমে আমাদের মতো দরিদ্র-অশিক্ষা জর্জড়িত দেশে অল্পমূল্যে বা ক্ষেত্রবিশেষে বিনামূল্যে পাঠিয়ে দেয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। এই উদ্দেশ্যে তারা জাতিসংঘকে ব্যবহার করে তাদের ধামাধরা হিসাবে। তাদের কাছে আমরা হলাম গিনিপিগ বা গবাদিপশুতুল্য। আমাদের ওপর দশ-বিশ বছর পরীক্ষার পরে যখন নিশ্চিত হওয়া যায় যে, সংশ্লিষ্ট ঔষধটির তেমন কোন মারাত্মক ক্ষতিকর প্রভাব নেই, তখনই সেটি উন্নত দেশের লোকেরা ব্যবহার করতে শুরু করে। এই কারণে বাজারে আসা সমস্ত নতুন ঔষধ থেকে সযত্নে দুরে থাকা কর্তব্য। শ্রী রাজাজি নামক একজন ভারতীয় চিকিৎসক একটি মেয়ের ঘটনা বর্ণনা করেন, যে বিসিজি টিকা নিয়ে অন্ধ হয়ে গিয়েছিল এবং অন্য দুইজনের উল্লেখ করেছেন যারা বিসিজি নেওয়ার পরে মৃত্যুবরণ করে। আর টিকার ক্ষতিকর দিক সম্পর্কে গত একশ বছরের সকল গবেষণার প্রতি যদি আপনি লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন এদের সবচেয়ে বড় অংশটি দখল করে আছে ব্রেনের (brain) রোগসমূহ। অর্থাৎ ভ্যাকসিন থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হওয়া অঙ্গটি হলো ব্রেন / মস্তিষ্ক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (central nervous system)। আর ব্রেন ক্ষতিগ্রস্ত হলে আপনি যে-সব রোগে আক্রান্ত হতে পারেন, সেগুলো হলো ব্রেন টিউমার, অটিজম (বুদ্ধিপ্রতিবন্দ্বি), ব্রেন ড্যামেজ, মৃগীরোগ (epilepsy), মাইগ্রেন (migraine), বিষন্নতা (depression), খুন করার প্রবনতা (killing instinct), গুলেন-বেরি সিনড্রোম (Guillain barré syndrome), যৌন ক্ষমতা বিনষ্ট হওয়া (impotancy), ভাইরাস এনসেফালাইটিস (viral encephalities), অন্ধত্ব, বিভিন্ন ধরনের মানসিক রোগ, স্মরণশক্তি নষ্ট হওয়া ইত্যাদি ইত্যাদি।

আরেকটি সমস্যা হলো, কোটি কোটি ইউনিট টিকা উৎপাদনের সময় যান্ত্র্রিক ত্রুটির কারণে অনেকগুলিতে রোগ সৃষ্টিতে সক্ষম এমন শক্তিশালী জীবাণু থেকে যাওয়াও বিচিত্র কিছু নয়। তেমনি একটি ঘটনায় গত বৎসর ভারতের মেঘালয় প্রদেশে এগার হাজার শিশুর মৃত্যু হলে ভারত সরকার ইউনিসেফের বিরুদ্ধে আনত্মর্জাতিক আদালতে মামলা দায়ের করে। ভিয়েনা ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্টান ‘ন্যাশান্যাল ভ্যাকসিন ইনফরমেশন সেন্টার’ (যারা টিকার ক্ষতিকর ক্রিয়া সমপর্কে গবেষনা করে)-এর মতে, টিকা নেওয়ার কারণে শিশুদের হঠাৎ মৃত্যুর সংখ্যা প্রতি দশ লাখে একটি এবং শিশুদের ব্রেন ড্যামেজের হার প্রতি ষিষট্টি হাজারে একটি। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তব সংখ্যা তার চাইতেও অনেক অনেক বেশী হওয়াটা স্বাভাবিক। কারণ টিকা নেওয়ার কারণে মৃত্যুবরণ করা অথবা অন্য কোন মারাত্মক রোগে আক্রান্ত হওয়া শিশুদের অনেক পিতা-মাতা অজ্ঞতার কারণে বিষয়টি বুঝতেও পারেন না এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগে অথবা সংবাদপত্রে রিপোর্ট করেন না (এবং দারিদ্রের কারণেও এমনটা ঘটে থাকে)। যুক্তরাষ্ট্রের অফিসিয়াল রেকর্ডে দেখা যায় যে, টিকা নেওয়ার কারণে প্রতি সপ্তাহে অন্তত একটি শিশুর মৃত্যু হয়ে থাকে এবং ডাক্তাররা স্বীকার করেছেন যে, টিকার মাধ্যমে সিফিলিস রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া টিকা দেওয়ার পরে অনেক শিশুই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে থাকে এবং এসব পরিস্থিতিতে পিতা-মাতার অবহেলায় শিশুদের মৃত্যুর ঘটনা হরহামেশা প্রত্রিকায় দেখা যায়। হ্যাঁ, ক্রটিযুক্ত টিকা বা টিকা প্রয়োগজনিত ক্রটির কারণে আপনার প্রাণপ্রিয় সন্তান চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। অজ্ঞতার কারণে এক সময় অনেক দেশেই টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সাথে সাথে সে অবস্থা এখন আর নেই। কাজেই বর্তমানে অভিবাবকদের উচিত প্রতিটি বিষয়ের ভাল-মন্দ জেনে-শুনে তবেই সিদ্ধান্ত নেওয়া। শিশুদের পাইকারী হারে টিকা দেওয়ার এই রমরমা অবস্থার পেছনের কারণ সম্পূর্ণই বাণিজ্য অর্থাৎ মালের ধান্ধা। যে-সব দেশে এসব টিকা তৈরী হয়, সে-সব দেশের সরকারসমূহ প্রতি বছর এসব টিকা কোম্পানীগুলোর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ট্যাক্স পেয়ে থাকে।

ফলে চিকিৎসাবিজ্ঞানীরা টিকার বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে হৈচৈ করলেও ডলারের লোভে সরকারগুলো টিকা কোম্পানীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। এসব টিকা কোম্পানীগুলো রাজনীতিবিদ, ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, সরকারের স্বাস্থ্য বিভাগের আমলাদের নানা রকম আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে হাত করে থাকে। সরকারী ডাক্তাররা অনেক ক্ষেত্রে এসব পাইকারী টিকাদান কর্মসূচীতে আগ্রহী না হলেও কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের চাপে বাধ্য হয়ে করতে হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ পাইকারী টিকা কর্মসূচীর মাধ্যমে অজ্ঞ জনসাধারণকে বুঝানোর চেষ্টা করে যে, তাদের দল জনগণের কল্যাণের (?) জন্য যথাসাধ্য চেষ্টা-তদ্বির করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের ডাক্তার এবং আমলারা টিকা কোমপানীর কাছ থেকে ঘুষ খেয়ে সেখানে শিশুদের টিকা নেওয়া বাধ্যতামুলক করে আইন পাশ করিয়েছে। তারপরও সেখানে অনেকে আদালতের অনুমতি নিয়ে নিজেদের শিশুদের টিকা থেকে দুরে রাখেন। যেহেতু টিকা তৈরীতে বানর, শুকর, ইদুর, গিনিপিগ ইত্যাদি প্রাণীর রক্ত, মাংস ব্যবহৃত হয়, এজন্য অনেক বিজ্ঞ আলেম মুসলমানদের জন্য টিকা নেওয়া হারাম ঘোষণা করে ফতোয়া দিয়ে থাকেন। টিকা কোমপানির কাছ থেকে আমেরিকান শিশু বিশেষজ্ঞরা যে বিপুল পরিমান কমিশন পান, তার লোভে জোর করে শিশুদের টিকা দেওয়ার চেষ্টা করেন এবং টিকা না নেওয়া শিশুরা কোন রোগে আক্রান্ত হলে তাদেরকে চিকিৎসা করতে অস্বীকার করেন। এজন্য শিশুদের সাথে এবং তাদের অভিভাবকদের সাথে বর্বর আচরণ করতেও দ্বিধা করেন না। ফলে বিবেকবান লোকেরা এটিকে চিকিৎসার নামে স্বৈরতন্ত্র হিসেবে অভিহিত করেন। এই কারণে ঐসব শিশুরা সেখানকার হোমিওপ্যাথিক, ন্যাচারোপ্যাথিক, ইউনানী প্রভৃতি চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়ে বেশ ভালই থাকেন। টিকা কোমপানি এবং তাদের দালালদের এসব অমানবিক আচরণ ইদানীং সেখানে অনেক কমে এসেছে। কারণ ইদানীং টিকা নিয়ে মৃত্যুবরণ করা অথবা কঠিন রোগে আক্রান্ত হওয়া শিশুদের পিতা-মাতারা ফটাফট আদালতে মামলা ঠুকে দেন এবং আদালতও ঝটপট টিকা কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা জরিমানা আদায় করে দেন।

সে যাক, কোন জীবাণু বা কোন ঔষধি পদার্থ যেই রোগ সৃষ্টি করে, সেই জীবাণু বা পদার্র্থকে একেবারে ক্ষুদ্রতম মাত্রায় ব্যবহার করে সেই রোগের চিকিৎসা করা বা সেই রোগ প্রতিরোধ করা হলো হোমিওপ্যাথির মূলনীতি। এলোপ্যাথিক টিকা হলো হোমিওপ্যাথিক নীতির আংশিক অনুকরণ মাত্র। লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিস্কারেরও পঞ্চাশ বছর আগে আমেরিকান হোমিও চিকিৎসাবিজ্ঞানী ডাঃ কন্সট্যান্টাইন হেরিং জলাতঙ্ক (Hydrophobia/Rabies) রোগের ভাইরাস থেকে জলাতঙ্কনাশী ঔষধ হাইড্রোফোবিনাম (Hydrophobinum/ Lyssinum) তৈরী করে জলাতঙ্ক চিকিৎসায় সফলতার সাথে ব্যবহার করেছেন। বিজ্ঞানী কচ যক্ষ্মার টিকা আবিষ্কারেরও চার বছর পূর্বে ব্রিটিশ হোমিও চিকিৎসাবিজ্ঞানী ডাঃ বার্নেট যক্ষ্মার জীবাণু থেকে ব্যাসিলিনাম (Bacillinum) নামক ঔষধ তৈরী করেছেন যা শতবর্ষ পরেও অদ্যাবধি যক্ষ্মা রোগের চিকিৎসা ও প্রতিরোধে কার্যকর প্রমাণিত হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধগুলি তৈরীতে সরাসরি রোগের জীবিত জীবাণু ব্যবহৃত হয় না, বরং ক্রমাগত ঘর্ষণের মাধ্যমে জীবাণুকে ছিন্নবিচ্ছিন্ন করা হয় এবং খুবই সূক্ষ্মমাত্রায় শক্তিকৃত অবস্থায় ব্যবহৃত হয়ে থাকে। এই কারণে রোগ প্রতিরোধে এগুলো খুবই কার্যকর এবং এদের পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললেই চলে। তাছাড়া এগুলো মুখে খেলেই চলে; ইনজেকশনের মতো নিষ্টুরতাও এতে নেই। তাই রোগ প্রতিরোধ বা টিকা নেওয়ার কথা চিন্তা করলে আমাদের হোমিওপ্যাথিক ঔষধের ওপরই নির্ভর করা উচিত।

সর্বোপরি ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, হাম, পোলিও ইত্যাদি রোগের কার্যকর চিকিৎসা এলোপ্যাথিতে না থাকলেও, হোমিওপ্যাথিতে মাত্র পঞ্চাশ পয়সার ঔষধেই এসব রোগ নিরাময় করা সম্ভব। হল্যাণ্ডের একজন হোমিও চিকিৎসা বিজ্ঞানী দাবী করেছেন যে, যে-কোন টিকাকে হোমিওপ্যাথিক পদ্ধতিতে শক্তিকরণ করে ব্যবহারের মাধ্যমে সেই টিকার ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা করা সম্ভব। তার এই ঘোষণাকে সমর্থন করেছেন রাণী এলিজাবেথের প্রাক্তন চিকিৎসক মার্গারি গ্রেস ব্ল্যাকি। অস্ট্রিয়ার হোমিও চিকিৎসাবিজ্ঞানী জর্জ ভিথুলকাস মনে করেন, টিকা প্রথা ঔষধের প্রতি ব্যক্তির সংবেদনশীলতা বা সাসসেপটিভিলিটি নীতিকে লংঘন করে, এটি হোমিওপ্যাথির মূলনীতি বিরোধী এবং সমগ্র মানবজাতির স্বাস্থ্যকে অবনতির দিকে নিয়ে যায়। টিকা হলো নিষ্পাপ এবং অসহায় শিশুদের উপর একটি পৈশাচিক বর্বরতা। যেহেতু আমরা কেউ জানি না, আল্লাহ কোন শিশুর ভাগ্যে যক্ষা-ডিপথেরিয়া লিখে রেখেছেন আর কোন শিশুর ভাগ্যে হুপিং কাশি-ধনুষ্টঙ্কার নির্ধারিত করে রেখেছেন; সেহেতু আন্দাজে আট-দশটি মারাত্মক রোগের জীবিত জীবাণু শিশুর অনুমতি ছাড়াই জোরপূর্বক তার শরীরে ঢুকিয়ে দেওয়াকে একেবারেই অপ্রয়োজনীয় নিষ্টুরতা ছাড়া আর কিছুই বলা যায় না। টিকা নিলে শিশুর কোন না কোন ক্ষতি হবেই; হতে পারে তা ছোট কিংবা বড়। আবার টিকা নেওয়ার ক্ষতিটা প্রকাশ পেতে পারে কয়েক মিনিট, কয়েক ঘণ্টা, কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর এমনকি কয়েক যুগ পরে। অনেক জ্ঞানীব্যক্তি মনে করেন যে, শিশুদের রোগ মাত্রই মারাত্মক রোগ এমনটা ধারণা করা সঠিক নয়। তারা বিস্মিত হন এই ভেবে যে, শিশুদের ইমিউনিটি (Immunity) গঠনের জন্য এত কিছু করতে হবে কেন ? বুকের দুধ এবং স্বাভাবিক খাবারই তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি গঠনের জন্য যথেষ্ট। অনেক পিতা-মাতা প্রথমবার টিকা নেওয়ার পর শিশুর ওপর তাদের ক্ষতিকর ক্রিয়া লক্ষ্য করে ডাক্তারদের বললে (না জানার কারণে বা টিকার বদনাম হবে মনে করে) ডাক্তাররা সেটি টিকার কারণে হয়েছে বলে স্বীকার করেন না। ফলে ডাক্তারদের আশ্বাসে দ্বিতীয়বার বা তৃতীয়বার টিকা নেওয়ার ফলে দেখা যায় শিশুর এমন মারাত্মক ক্ষতি হয়ে যায়, যার আর কোন প্রতিকার করা যায় না।

যদিও বলা হয়ে থাকে যে, টিকা না নেওয়া শিশুরা টিকা নেওয়া শিশুদের জন্য বিপজ্জনক। কিন্তু প্রকৃত সত্য হলো, টিকা নেওয়া শিশুরাই বরং অন্য শিশু এবং বয়ষ্ক লোকদের জন্য বিপজ্জনক। কেননা সমপ্রতি টিকা নেওয়া শিশুরা সে-সব রোগের জীবাণু তাদের শরীরে বহন করে থাকে, তাদের সংস্পর্শে এসে অন্য শিশুরা এবং বয়ষ্ক লোকেরা সে-সব রোগের আক্রান্ত হতে পারেন, বিশেষত যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তি দুর্বল। আর এভাবেই ‘তথাকথিত’ অনেক মহামারীর সৃষ্টি এবং বিস্তার করেছে টিকা নেওয়া শিশুরা ; যদিও এজন্য দায়ী করা হয় টিকা না নেওয়া শিশুদেরকে। অন্যদিকে ঠিক একই প্রক্রিয়ায় টিকা না নেওয়া শিশুরা টিকা নেওয়া শিশুদের সাথে মেলামেশার মাধ্যমে পরোক্ষভাবে সংশ্লিষ্ট রোগের ইমিউনিটি লাভ করে থাকে। টিকার সমর্থকরা মনে করে থাকেন, এভাবে সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে টিকা না নেওয়া শিশুরা উপকৃত হয়ে থাকেন। এটা একটি অদ্ভূত যুক্তি কেননা তারা একই সাথে বলে থাকেন যে, শিশুকে টিকা না দিয়ে তাদেরকে অতিমাত্রায় ঝুঁকির মধ্যে ফেলে রেখে সংশ্লিষ্ট পিতামাতা একটি দ্বায়িত্বজ্ঞানহীন কাজ করে থাকেন। পরিসংখ্যান অনুযায়ী পোলিও টিকা নেওয়া শিশুদের সংস্পর্শে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতি বছর অন্তত দশ ব্যক্তি পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরতরে পঙ্গু হয়ে থাকে। টিকার ব্যবসায়ের সবচেয়ে শয়তানী দিক হলো, এগুলো কিভাবে তৈরী করা হয় তা টিকা কোমপানিগুলো বিস্তারিত প্রকাশ করে না। একচেটিয়া মাল কামানোর সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে ভেবে তারা এই গোপনীয়তা অবলম্বন করে। অথচ এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিকসহ পৃথিবীর সকল ঔষধেরই উৎপাদন প্রক্রিয়াতে কোন গোপনীয়তা নেই; এগুলো সবই একটি প্রকাশ্য বিষয়, সবার জন্য উন্মোক্ত।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, টিকার মাধ্যমে শরীরে প্রবেশ করা সংশ্লিষ্ট রোগের ভাইরাস প্রায় সারাজীবনই শরীরে থেকে যায় (এবং নিশ্চয়ই তার অপকর্ম সমানে চালাতে থাকে)। আবার কেউ কোন দেশে পর্যটনের যাওয়ার চেষ্টা করলে টিকা কোম্পানীর লোকেরা তাদেরকে ভীতি প্রদর্শন করতে থাকে যে, সেই দেশে গিয়ে আপনি অমুক অমুক রোগে আক্রান্ত হতে পারেন। কাজেই যাওয়ার পূর্বেই সে-সব রোগের টিকা নিয়ে যান। ফলে অনেকেই এক বসত্মা টিকা নিয়ে এমনই অসুস’ হয়ে পড়েন যে, তার আর সেই দেশে পর্যটনে যাওয়াই সম্ভব হয় না। টিকার অত্যাচার সবচেয়ে বেশী ঘটে থাকে সৈন্যদের ওপরে। ইরাকে পাঠানোর পূর্বেও আমেরিকান সৈন্যদের এনথ্রাক্স (Anthrax), মেনিনজাইটিস (Meningitis) প্রভৃতি রোগের টিকা পাইকারী হারে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে অনেক সৈন্য টিকার প্রতিক্রিয়ায় এমনই অসুস’ হয়ে পড়েছে যে, তাদের আর ইরাক যুদ্ধেই যাওয়া হয় নাই। যুক্তরাষ্ট্রের ন্যাচারোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির প্রবর্তক বেনেডিক্ট লাস্ট টিকা প্রথার তীব্র বিরোধীতা করে বলেন যে, আগের কালের এসব ভুয়া সিষ্টেমের দ্বারা রোগ চিকিৎসায় কোন উপকার তো হয়ই না বরং ইহার দ্বারা পবিত্র মানব শরীরে মারাত্মক পীড়াদায়ক ক্ষত বা আঘাতের সৃষ্টি হয়ে থাকে।

ন্যাচারোপ্যাথিক ডাক্তারদের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে, অধিকাংশ ন্যাচারোপ্যাথিক চিকিৎসক (Naturopathic Doctors) পাইকারী টিকা কর্মসূচীকে মনে করেন প্রাকৃতিক নীতিবিরুদ্ধ, অপ্রয়োজনীয় এবং বড়লোকী কারবার। ন্যাচারোপ্যাথিক চিকিৎসকদের এসোসিয়েশনের এক সাধারণ সভায় যে প্রস্তাব পাশ করা হয়েছে, তাতে সুপারিশ করা হয়েছে যে, টিকা খুবই ক্ষতিকর এবং অদরকারী একটি বিষয় ; সুতরাং এসব বর্জনের জন্য শিশুদের পিতামাতাকে উৎসাহ দিতে হবে। শিশুদের অস্বাভাবিক সামাজিক আচরণ বা বুদ্ধিপ্রতিবন্ধিত্ব অর্থাৎ অটিজমের একটি মূল কারণ যে এই টিকা, এ বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ সম্বলিত মোটামোটা বই-পুস্তক ইউরোপ-আমেরিকার বইয়ের দোকানগুলোতে দেখতে পাবেন। মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা নেওয়ার পরে যখন খবর পাওয়া গেলো যে, অনেক লোক গুলেন-বেরি সিনড্রোমে (Guillain Barrĕ Syndrome) আক্রান্ত হয়ে প্যারালাইসিস বা মৃত্যুর শিকার হচ্ছে, তখন ফ্রান্স সরকার সেটি নিষিদ্ধ ঘোষণা করেন। টিকার ক্ষতিকর দিক নিয়ে আজ পযর্ন্ত যত গবেষণা হয়েছে, সেগুলো বিস্তারিত অধ্যয়ন করলে যে কারো এমন ধারণা হতে পারে যে, আধুনিক যুগে মানুষ এবং গৃহপালিত পশু-পাখিদের যত রোগ হয়, তার শতকরা নিরানব্বই ভাগ রোগই বুঝি এই টিকার কারণেই হয়। হ্যাঁ, সত্যি তাই ; এমন মনে হওয়াটা মিথ্যে নয়। সম্প্রতি ল্যানসেট (Lancet) নামক একটি বিখ্যাত মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে দাবী করা হয়েছে যে, তৃতীয় বিশ্বের গরীব দেশগুলো জাতিসংঘের কাছ থেকে বেশী বেশী আর্থিক সাহায্যের আশায় তাদের দেশের শিশুদের বেশী বেশী টিকা নেওয়ার মিথ্যা তথ্য দিয়ে থাকে। শেষকথা হলো, রোগমুক্ত থাকার জন্য যে-সব শর্ত আমাদের মেনে চলা উচিত তা হলো- পুষ্টিকর খাবার গ্রহন করা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা এবং শরীরের জন্য ক্ষতিকর বিষয়সমূহ থেকে দূরে থাকা। অন্যথায় আপনি হাজার বার টিকা নিয়েও রোগের হাত থেকে নিস্তার পাবেন না। আসুন আমরা সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করি এবং এভাবে নিজেদেরকে সর্বনাশের হাত থেকে রক্ষা করি।

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস
গ্রন্থকার, ডিজাইন স্পেশালিষ্ট, ইসলাম গবেষক, হোমিও কনসালটেন্ট
চেম্বার ‍ঃ ১৩/ক – কে. এম. দাস লেন (২য় তলা),
(হুমায়ুন সাহেবের রেলগেইটের সামান্য পশ্চিমে
এবং হায়দার ফামের্সীর উপরে)
টিকাটুলী, ঢাকা।
ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com
সাক্ষাতের সময় ‍ঃ সন্ধ্যা ৬:০০ টা হইতে রাত ৯:০০ টা

Vaccines and their effective and safe homeopathic alternatives (টিকার হোমিওপ্যাথিক বিকল্প ব্যবস্থা) ঃ – এলোপ্যাথিক টিকা নেওয়ার পর কোন অসুখ হোক বা না হোক Thuja occidentalis (শক্তি ৩০) রোজ একবেলা করে দুই সপ্তাহ খেয়ে রাখুন। ঔষধটি বড়িতে কিনবেন এবং প্রতিবার ৪/৫ টি করে বড়ি খাবেন। এতে টিকা নেওয়ার ফলে যে-সব রোগ হয়েছে, সেগুলো চলে যাবে এবং ভবিষ্যতে যে-সব রোগ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আর হবে না। যখনই কোন টিকা নিবেন, পাশাপাশি থুজা নামক হোমিও ঔষধটিও সেবন করবেন। তাতে টিকার ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বেচেঁ যাবেন।

* যক্ষা প্রতিরোধের জন্য বি.সি.জি. টিকার বদলে Bacillinum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের পর থেকে এক বছর বয়সের মধ্যে)।
* শিশুর ডিপথেরিয়া প্রতিরোধের জন্য ডি.পি.টি. টিকার বদলে Diphtherinum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের নয় থেকে বারো মাসের মধ্যে)।
* শিশুর ধনুষ্টঙ্কার প্রতিরোধের জন্য এ.টি.এস. অথবা ডি.পি.টি. টিকার বদলে Hypericum perforatum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের ছয় সপ্তাহ পর থেকে)।
* শিশুর হুপিং কাশি প্রতিরোধের জন্য ডি.পি.টি. টিকার বদলে Pertussinum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের ছয় সপ্তাহ পর থেকে)।
* শিশুর পোলিওমায়েলাইটিস রোগ প্রতিরোধের জন্য পোলিও টিকা খাওয়ানোর বদলে Lathyrus sativus (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের ছয় সপ্তাহ পর থেকে)।
* শিশুর হাম প্রতিরোধের জন্য মিজেলস ভ্যাকসিনের বদলে Morbillinum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে তিন মাস খাওয়ান (জন্মের নয় থেকে বারো মাসের মধ্যে)।
* শিশুর বা বয়ষ্কদের কলেরা বা ডায়েরিয়া প্রতিরোধের জন্য এ.সি.ভি. টিকার বদলে Veratrum album (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে দুই মাস খাওয়ান (জন্মের দুই বছর পরে)।
* শিশুর বা বয়ষ্কদের টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য টি.এ.বি. টিকার বদলে Typhoidinum (শক্তি ৩০ অথবা ২০০) নামক হোমিও ঔষধটি মাসে একমাত্রা করে দুই মাস খাওয়ান (জন্মের দুই বছর পরে)।
* শিশুর জন্মের ২/১ সপ্তাহের মধ্যে তাকে Sulphur (শক্তি ২০০) একমাত্রা এবং ৪/৫ সপ্তাহের মধ্যে সালফার (শক্তি ২০০) আরেক মাত্রা খাওয়ান। তৃতীয় মাসের পরে Calcarea Carb (শক্তি ২০০) প্রতিমাসে একমাত্রা করে অন্তত তিনমাত্রা খাওয়ান যাতে তার দাঁত ওঠতে কোনো ঝামেলা না হয়।

পিতা-মাতার দোষ যাতে সন্তানের মধ্যে সংক্রমিত না হয় সেজন্যে গর্ভাবস্থায় গর্ভবতী মাকে নিম্নোক্তভাবে ঔষধ খাওয়ান ঃ-
* পিতা-মাতা বামন (অর্থাৎ একেবারে খুবই বেটে-খাটো) হলে গর্ভাবস্থায় Calcarea carb (শক্তি ২০০) মাসে অন্তত একমাত্রা করে খাওয়ান।
* পিতা-মাতার হাঁপানী থাকলে গর্ভাবস্থায় Natrum Sulph (শক্তি ২০০) মাসে অন্তত একমাত্রা করে খাওয়ান।
* পিতা-মাতার বাতরোগ থাকলে গর্ভাবস্থায় Medorrhinum (শক্তি ২০০) মাসে অন্তত একমাত্রা করে তিনমাস খাওয়ান।
* পিতা-মাতার ক্যান্সার থাকলে গর্ভাবস্থায় Carcinosin (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান তিনমাস।
* পিতা-মাতার ঘনঘন ঠান্ডা লাগার দোষ থাকলে গর্ভাবস্থায় Tuberculinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে অন্তত তিনমাস খাওয়ান।
* পিতা-মাতার সিফিলিস হয়ে থাকলে গর্ভাবস্থায় Syphilinum (শক্তি ২০০) প্রতিমাসে একমাত্রা করে খাওয়ান চারমাস।
* পিতা-মাতার গনোরিয়া থাকলে গর্ভাবস্থায় Medorrhinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান তিনমাস।
* পিতা-মাতার চর্মরোগ থেকে থাকলে গর্ভাবস্থায় Sulphur (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান তিনমাস।
* পিতা-মাতার দুর্গন্ধযুক্ত চর্মরোগ থাকলে গর্ভাবস্থায় Psorinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান তিনমাস।
* পিতা-মাতার হাড় বিকৃতির রোগ থাকলে গর্ভাবস্থায় Silicea (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান।
* পিতা-মাতার যক্ষারোগ হয়ে থাকলে গর্ভাবস্থায় Bacillinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে খাওয়ান তিনমাস।
* যে মহিলার একবার রিকেটগ্রস্ত পঙ্গু সন্তান বা ঠোটকাটা-তালুকাটা সন্তান হয়েছে তাকে গর্ভাবস্থায় Calcarea phosphoricum (শক্তি ৩০) সপ্তাহে একমাত্রা করে দুই মাস খাওয়ান। যে-মায়ের কখনও পঙ্গু বা ঠোট-কাটা, তালু-কাটা সন্তান হয়নি, তারও গর্ভাবস্থায় ক্যালকেরিয়া ফস ঔষধটি অন্তত সপ্তায় একমাত্রা করে খাওয়া উচিত। কেননা এটি আপনার শিশুকে সুন্দর চর্ম, সুন্দর অঙ্গ-প্রত্যঙ্গ, সুগঠিত হাড়, প্রখর ব্রেন বা উৎকৃষ্ট মেধা নিয়ে জন্ম নিতে সাহায্য করবে।


6 Comments

Diabetes and its permanent cure with homeopathic medicines

Diabetes and its permanent cure with homeopathic medicines
Self treatment scheme for Diabetes

Dear all,

Take these eleven homeopathic medicines (as a cure for diabetes mellitus) according to my direction. I am optimistic that my formula will give a full cure for 95% of diabetic patients. Although few cases will not get full cure ; still they will get ten fold better result than any other healing systems. You should take each of these medicines every time for one week only. Take these medicines repeatedly in a cyclical way (i.e. after no.- 11 start again from no.- 1). You can double the dose (i.e. 20 drops) if your sugar level is much higher. All the rules and regulations are same for the kids and teens but you can reduce their dose to 5 drops if their sugar level is not much higher. . Yea, it is better to take all homeopathic medicines in empty stomach ; but you can take them after meal if you forget. You can take these homeopathic medicines along with other allopathic or herbal medicines (whether they may be tablet, capsule or injection). It will not cause any trouble. But it is better to take all homeopathic medicines half an hour before or after other medicines. You should reduce the dose of other diabetic medicines to half when your diabetic condition has sufficiently improved and totally stop all those rubbish medicines when the sugar level comes to normal. Try to buy Germany or U.S.A. made medicines.

You can exclude any of these eleven medicines if it seems don’t helping or causing undesirable side-effects (like acidity, allergy, pain, sexual over excitement etc) or is not available in the local market. Continue rest of the medicines according to their suggested order or serial. Do not change my recommendation on potency and dose, but you can take the nearest (and the lowest) potency if the recommended potency is not available in the local market. In homeopathic potencies, Q means mother tincture, that means the lowest potency (that means one or zero). As we all know, the lowest potencies (like Q, 3X, 6X, 12X, 30X, 200X, 3C, 6C, 12C, 3, 6, 12 etc) usually causes less side-effects. If any of these medicines are available in pill or pellet form, you should take them in double dose ; that means take 20 pills or pellets in lieu of 10 drops. You should know that the names of the homeopathic medicines are universal (that means they could be found with the same name in every country). Always try to buy liquid medicines and take them mixing with water ; because homeopathic medicines are more effective in liquid form. In some rare cases, you may need to consult a homeopathic specialist to be able to use more precisely selected medicines (which best suit with your physical and mental make-up). You will need to take these medicines at least one to two years (or little longer) for a full cure. Inshallah, My FORMULA will reverse your biological system to it’s previous good condition (and consequently you will need not to take any diabetic medicines till death). When you are free from diabetes (and other related complications), then don’t stop these medicines suddenly. Rather you should gradually decrease the dose (from 10 drops to 5 drops and then 2 drops) and in this way take three to six months to stop them totally. (N.B.- Must obey the diet rules & exercise for rest of your life.)

{Removing the causes of diabetes :- At the same time we need to remove the underlying cause of diabetes. (1) If you got diabetes after a mental shock, you should take one dose (i.e. one drop or 10 pills) of Natrum muriaticum 1M, then after one month of interval take one dose (i.e. one drop or 10 pills) of Natrum muriaticum 10M and then after one month of interval take one dose (i.e. one drop or 10 pills) of Natrum muriaticum 50M. (2) If you got diabetes after vaccines, you should take one dose (i.e. one drop or 10 pills) of Thuja occidentalis 1M, then again after one month of interval take one dose (i.e. one drop or 10 pills) of Thuja occidentalis 10M and then after one month of interval take one dose (i.e. one drop or 10 pills) of Thuja occidentalis 50M. (3) If you have a family history of diabetes, you should take one dose (i.e. one drop) of Syphilinum 1M, then after one month of interval take one dose (i.e. one drop) of Syphilinum 10M and then again after one month of interval take one dose (i.e. one drop) of Syphilinum 50M. (4) If you have a family history of tuberculosis or Asthma or in the habit of catching cold frequently, you should take one dose (i.e. one drop) of Bacillinum 1M, then after two months of interval take one dose (i.e. one drop) of Bacillinum 10M and then again after three months of interval take one dose (i.e. one drop) of Bacillinum 50M. All these 4 causative medicines must not be taken more than 3 doses. You can start taking these causative medicines any time you wish. But you should not take them together with other medicine. Rather you should take them one hour before or after other medicines.}

[ It is a fact that none but a homeopathic specialist can offer a real cure for diabetes. But the proportion of the number of homeopathic specialist in the whole world in comparison with the billions of diabetic patients is very tiny. That’s why I have developed such a ”SELF TREATMENT FORMULA” which will help these vast number of suffering people and will not harm them. At first I have to select such medicines which has very positive effect on diabetes and on the contrary less side-effects. Then I have to serialize them in such a way that one will not interact with other and one will not damage the effect of it’s previous medicine. Actually diabetes is not a single disease, rather its a group of diseases (I mean, many troubles jointly promotes diabetes). And that’s why, a homeopathic physician needs to apply all available weapons to fight this virulent enemy of mankind. Don’t be surprised if these eleven medicines at the same time also cure your other associated terrible diseases (like high blood pressure, asthma, obesity, kidney diseases, heart diseases etc) along with diabetes ! Because most of these eleven medicines also have very positive effects on our heart, lungs, kidney, liver, brain, stomach, nerve, hormonal glands, blood, sexual organs, eyes, bones etc.). God bless us all.]

Many people are writing to me enquiring how to collect these homeopathic medicines. These eleven homeopathic medicines are actually the most common homeo medicines. You can buy them from any homeopathic pharmacy. As far as I know, homeopathic medicines are available in most of the major cities in the world. If these are not available in your area, then you can collect them by ordering to many companies over e-mail. In this regards, these following three links may greatly help you :-

1. http://hpathy.com/homeopathy-pharmacies/
2. http://www.hmedicine.com/homeopathic/single_remedies
3. http://bashirmahmudellias.blogspot.com/2009/01/great-homeopathic-dispensaries-in-dhaka.html

Rx

(1) Acidum Phosphoricum Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in first week. Mixing with half of a glass of water)
(2) Gymnema sylvestra Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in second week. Mixing with half of a glass of water)
(3) Magnesia sulphurica Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in third week. Mixing with half of a glass of water)
(4) Sanicula Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in fourth week. Mixing with half of a glass of water)
(5) Murex purpurea Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in fifth week. Mixing with half of a glass of water)
(6) Acidum Picricum Q
(Take this homeopathic medicine 10 drops morning and afternoon in sixth week. Mixing with half of a glass of water)
(7) Calcarea Phosphorica Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in seventh week. Mixing with half of a glass of water)
(8) Syzygium Jambos Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in eighth week. Mixing with half of a glass of water)
(9) Argentum metallicum Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in ninth week. Mixing with half of a glass of water)
(10) Arsenicum Bromatum Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in tenth week. Mixing with half of a glass of water)

(11) Iodium Q
(Take this homeopathic medicine 10 drops 03 times daily in eleventh week. Mixing with half of a glass of water)

Dr. Bashir Mahmud Ellias
Author, Design specialist, Islamic researcher, Homeo consultant chamber : Jagarani homeo hall
47/4 Toyenabi circular road,
(near ittefaq crossing & studio 27)
Motijheel, Dhaka,
Bangladesh.
Mob : +880-01916038527
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
https://bashirmahmudellias.wordpress.com

ডায়াবেটিসের বিস্ময়কর ঔষধ
ডায়াবেটিসের নিজে নিজে চিকিৎসা পদ্ধতি

প্রিয় বন্ধুগণ,

ডায়াবেটিস সম্পূর্ণ নিমূর্ল করার জন্য (আমার নির্দেশনা মতো) নিচে উলে−খিত এগারটি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন। আমার প্রণীত এই ফরমূলাটি অনুসরন করলে শতকরা ৯৫ ভাগ ডায়াবেটিস রোগী পু্রোপুরি ডায়াবেটিস মুক্ত হবেন বলে আমি আশাবাদী। যদিও কিছু রোগী পু্রোপুরি ডায়াবেটিসমুক্ত হবেন না ; তারপরও তারা অন্য যে-কোন চিকিৎসা পদ্ধতির চাইতে অন্তত দশগুণ ভালো রেজাল্ট পাবেন। প্রতিটি ঔষধ আপনি প্রতিবার মাত্র এক সপ্তাহ করে খাবেন। এইভাবে ঔষধগুলি চক্রাকারে ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে খাবেন (অর্থাৎ ১১ নাম্বার ঔষধটি খাওয়ার পরে আবার ১ নাম্বার থেকে একই নিয়মে খাওয়া শুরু করবেন)। আপনার সুগার লেভেল যদি অনেক বেশী হয়, তবে দিগুণ মাত্রায় ঔষধ খেতে পারেন (অর্থাৎ ২০ ফোটা করে)। আবার শিশু-কিশোরদের ক্ষেত্রে ৫ ফোটা করে খাওয়াতে পারেন, যদি তাদের সুগার লেভেল অনেক কম থাকে ; তবে অন্যান্য নিয়ম-কানুনের কোন পরিবতর্র্র্র্নের প্রয়োজন নাই। হ্যাঁ, সকল হোমিওপ্যাথিক ঔষধই খালি পেটে খাওয়া ভালো ; তবে খালি পেটে খেতে ভুলে গেলে ভরা পেটেও খেতে পারেন। এই হোমিওপ্যাথিক ঔষধগুলো অন্য যে-কোন ঔষধের সাথে একত্রে খেতে পারবেন (হোক তা ট্যাবলেট, ক্যাপসুল বা ইনজেকশান) ; তাতে কোন সমস্যা হবে না। তবে অবশ্যই ডায়াবেটিসের অন্য ঔষধগুলোর আধা ঘণ্টা আগে অথবা আধা ঘণ্টা পরে খাবেন। ডায়াবেটিসের যথেষ্ট উন্নতি হলে অন্য ঔষধগুলোর মাত্রা কমিয়ে অধের্ক করে দিন এবং সুগার লেভেল নরমালে চলে আসলে সেই ঔষধগুলি পুরোপুরি বন্ধ করে দিন। জার্মানী বা আমেরিকার তৈরী হোমিওপ্যাথিক ঔষধ কেনার চেষ্টা করবেন।

এই এগারটি ঔষধের যে-কোনটিকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, যদি মনে করেন যে, সেটি কোন কাজ (উপকার) করছে না অথবা অনাকাঙিখত সমস্যার (যেমন- বুকজ্বালা, চুলকানি, ব্যথা, যৌনশক্তি বৃদ্ধি ইত্যাদি) সৃষ্টি করছে অথবা স্থানীয় মার্কেটে পাওয়া যাচ্ছে না। অবশিষ্ট ঔষধগুলি তাদের প্রদত্ত সিরিয়াল বা ধারাক্রম অনুযায়ী খেতে থাকুন। ঔষধের শক্তি এবং মাত্রা সমপর্কে আমার নির্দেশনা পরিবর্তন করবেন না। তবে আমার নির্দেশিত শক্তি স্থানীয় মার্কেটে পাওয়া না গেলে আপনি তার কাছাকাছি (এবং বাজারে পাওয়া সবচেয়ে নিন্মতম) শক্তির ঔষধ খেতে পারেন। হোমিওপ্যাথিক ঔষধের শক্তিকরণ ক্ষেত্রে কিউ (Q) -কে বলা হয় মাদার টিংচার, অর্থাৎ সবচেয়ে নিন্মতম শক্তি অর্থাৎ এক বা শূণ্য শক্তির ঔষধ। আমরা সবাই জানি যে, নিন্মশক্তির (like Q, 3X, 6X, 12X, 30X, 200X, 3C, 6C, 12C, 3, 6, 12 ইত্যাদি) হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব-প্রতিক্রিয়া খুবই কম, নাই বললেই চলে। মনে রাখবেন যে, হোমিওপ্যাথিক ঔষধের নামসমূহ হলো বিশ্বজনীন (অর্থাৎ এগুলো পৃথিবীর সকল দেশে একই নিয়মে পাওয়া যায়)। এসব ঔষধের কোনটি যদি তরল আকারে পাওয়া না যায়, বরং তার পরিবর্তে বড়ি আকারে পাওয়া, তবে তা দ্বিগুণ মাত্রায় খান অর্থাৎ দশ ফোটার পরিবর্তে বিশটি বড়ি করে খান। ঔষধ সব সময় তরল আকারে কেনার চেষ্টা করবেন এবং কিছু পানির সাথে মিশিয়ে খাবেন। কেননা হোমিওপ্যাথিক ঔষধ তরল আকারে খেলে ভালো ফল পাওয়া যায়।

অল্প কিছু রোগীর ক্ষেত্রে পুরোপুরি রোগমুক্তির জন্য (আমার ফরমুলা অনুযায়ী ঔষধ সেবনের পাশাপাশি) কোন একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে ; যিনি রোগীর শারীরিক ও মানসিক গঠন বিশ্লেষণ পূবর্ক আরো উৎকৃষ্ট ও মানানসই ঔষধ নিবার্চন করে প্রয়োগ করবেন। পুরোপুরি রোগমুক্তির জন্য এই ঔষধগুলি আপনাকে কমপক্ষে এক থেকে দুই বছর অথবা আরও বেশী কিছু সময় খেতে হতে পারে। ইনশায়াল্লাহ্‌ আমার ফরমুলা আপনার শরীরকে বিষমুক্ত করে তার আগেকার ভাল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে (এবং ফলস্রুতিতে মৃত্যুর আগ পযর্ন্ত আপনাকে আর ডায়াবেটিসের ঔষধ খেতে হবে না)। আপনি যখন ডায়াবেটিস (এবং ডায়াবেটিসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগ) থেকে মুক্ত হয়ে যাবেন, তখন হঠাৎ করে এই ঔষধগুলো খাওয়া বন্ধ করে দিবেন না। বরং ধীরে ধীরে ঔষধের মাত্রা কমিয়ে কমিয়ে (যেমন- ১০ ফোটার পরে ৫ ফোটা তারপর ২ ফোটা) তারপর পুরোপুরি বন্ধ করে দিন। (বিঃ দ্রঃ- খাদ্য এবং ব্যায়াম সংক্রান্ত নিয়মকানুন অবশ্যই বাকী জীবন মেনে চলবেন।)

{ডায়াবেটিসের কারণ দূর করা ঃ- ঔষধ খেয়ে ডায়াবেটিস দূর করার পাশাপাশি আপনাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার মুল কারণগুলো দূর করার জন্যও কিছু ঔষধ খেতে হবে। (১) আপনি যদি বড় ধরনের কোন মানসিক আঘাতের (যেমন- প্রেমে ব্যর্থতা, আপনজনের মৃত্যু, তালাক, চাকরি হারানো ইত্যাদি) কারণে ডায়াবেটিসে আক্রান্ত হন, তবে নেট্রাম মিউরিয়েটিকাম ১০০০ শক্তিতে (Natrum muriaticum 1M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান, তার একমাস বিরতির পরে নেট্রাম মিউরিয়েটিকাম ১০,০০০ শক্তিতে (Natrum muriaticum 10M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান এবং তারও একমাস বিরতির পরে নেট্রাম মিউরিয়েটিকাম ৫০,০০০ শক্তিতে (Natrum muriaticum 50M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান। (২) আপনি যদি টিকা (vaccine) নেওয়ার কারণে (অর্থাৎ আপনার যদি বেশী বেশী টিকা নেওয়ার অভ্যাস থাকে) কারণে ডায়াবেটিসে আক্রান্ত হন, তবে থুজা অক্সিডেন্টালিস ১০০০ শক্তিতে (Thuja occidentalis 1M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান, তার একমাস বিরতির পরে থুজা অক্সিডেন্টালিস ১০,০০০ শক্তিতে (Thuja occidentalis 10M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান এবং তারও একমাস বিরতির পরে থুজা অক্সিডেন্টালিস ৫০,০০০ শক্তিতে (Thuja occidentalis 50M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান। (৩) যদি আপনার ডায়াবেটিসের পারিবারিক / বংশগত ইতিহাস থাকে (অর্থাৎ আপনার পরিবারের অনেক সদস্য যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে), তবে সিফিলিনাম ১০০০ শক্তিতে (Syphilinum 1M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান, তার একমাস বিরতির পরে সিফিলিনাম ১০,০০০ শক্তিতে (Syphilinum 10M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান এবং তারও একমাস বিরতির পরে সিফিলিনাম ৫০,০০০ শক্তিতে (Syphilinum 50M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান। (৪) যদি আপনার যক্ষা বা হাঁপানি রোগের পারিবারিক / বংশগত ইতিহাস থাকে (অথবা ঘনঘন সর্দি-কাশি হওয়ার অভ্যাস থাকে), তবে ব্যাসিলিনাম ১০০০ শক্তিতে (Bacillinum 1M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান, তার তিন মাস বিরতির পরে ব্যাসিলিনাম ১০,০০০ শক্তিতে (Bacillinum 10M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান এবং তারও তিন মাস বিরতির পরে ব্যাসিলিনাম ৫০,০০০ শক্তিতে (Bacillinum 50M) এক মাত্রা (অর্থাৎ এক ফোটা বা দশটি বড়ি) ঔষধ খান। ডায়াবেটিসের কারণ দূর করার উপরোক্ত চারটি ঔষধের যে-কোনটি অবশ্যই তিন মাত্রার বেশী খাবেন না। এই ঔষধগুলো আপনি যে-কোন সময় খাওয়া শুরু করতে পারেন ; তবে অবশ্যই অন্য কোন ঔষধের সাথে একত্রে খাবেন না ; বরং অন্য ঔষধের এক ঘণ্টা আগে অথবা এক ঘণ্টা পরে খাবেন। }

[ইহা একটি প্রমাণিত সত্য যে, একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসকই কেবল ডায়াবেটিস পুরোপুরি নির্মূল করার ক্ষমতা রাখেন। কিন্তু সারা পৃথিবীতে যে-পরিমাণ ডায়াবেটিস রোগী আছে, সেই তুলনায় হোমিওপ্যাথিক স্পেশালিষ্টের সংখ্যা খুবই নগণ্য। এই কারণে আমি হোমিওপ্যাথিক মতে “নিজে নিজে ডায়াবেটিসের চিকিৎসা”-এর একটি ফরমুলা তৈরী করেছি, যা এই বিপুল সংখ্যক ডায়াবেটিসের ভুক্তভোগীদেরকে যথেষ্ট সহায়তা করবে এবং কোন ক্ষতি করবে না। এজন্য প্রথমে আমাকে হাজার হাজার হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে এমন কিছু ঔষধ খুজেঁ বের করতে হয়েছে, যাদের ডায়াবেটিস নিরাময়ে প্রবল কাযর্ক্ষমতা আছে এবং অন্যদিকে পার্শ্ব-প্রতিক্রিয়া খুবই কম। তারপর তাদেরকে এমনভাবে সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে সাজাতে হয়েছে, যাতে একটি ঔষধ অন্যটির সাথে রিয়েকশান না করে এবং একটি ঔষধ তার পূর্বের ঔষধের একশানকে বিনষ্ট করবে না। সত্যি বলতে কি, ডায়াবেটিস কোন একটি একক রোগ নয়, বরং বলা যায় এটি অনেকগুলো রোগের সমষ্টি (অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে, অনেকগুলো রোগ/ত্রুটি/বিকৃতি সম্মিলিতভাবে ডায়াবেটিসের সৃষ্টি করে থাকে)। এই কারণে, একজন হোমিওপ্যাথিক ডাক্তারের প্রয়োজন মানবতার এই ভয়ঙ্কর দুশমনের বিরুদ্ধে লড়াইয়ের সময় তার হাতে থাকা সকল প্রকার অস্ত্র প্রয়োগ করা। আমার এই ফরমুলা অনুসরণ করার কারণে যদি ডায়াবেটিসের সাথে সাথে আপনার অন্যান্য রোগও (যেমন- উচ্চ রক্তচাপ, হাপাঁনি, মেদভূড়ি, বাতের সমস্যা, কিডনী রোগ, হৃদরোগ, স্মায়বিক রোগ ইত্যাদি) সেরে যায়, তবে বিস্মিত হবেন না। কেননা আমাদের হৃৎপিন্ড, ফুসফুস, লিভার, কিডনী, মস্তিষ্ক, পাকস্থলী, স্মায়ু, হরমোন গ্রন্থি, রক্ত, যৌনাঙ্গ, চোখ, হাড় ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের ওপর এই এগারটি ঔষধের অনেক ইতিবাচক প্রভাব আছে। আল্লাহ্‌র করুণা আমাদের সকলের ওপর বর্ষিত হউক।

অনেকেই আমার নিকট ই-মেইল অথবা ফোন করে জানতে চান যে, এই হোমিওপ্যাথিক ঔষধগুলো কিভাবে সংগ্রহ করা যাবে। প্রকৃতপক্ষে এই এগারটি হোমিওপ্যাথিক ঔষধ হলো একেবারে সাধারণ / বহুল প্রচলিত হোমিও ঔষধ। যে-কোন হোমিওপ্যাথিক ফার্মেসী থেকেই আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। আমার জানা মতে, পৃথিবীর ছোট-বড় সমস্ত শহরেই হোমিওপ্যাথিক ঔষধ পাওয়া যায়। যদি আপনার এলাকায় পাওয়া না যায়, তবে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার দিয়েও পৃথিবীর বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী কোম্পানীর কাছ থেকে সংগ্রহ করতে পারেন।

এগারটি ঔষধের তালিকা ঃ-

(১) এসিডাম ফসফরিকাম কিউ (Acidum Phosphoricum Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে প্রথম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(২) জিমনেমা সিলভেসট্রা কিউ (Gymnema sylvestra Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে দ্বিতীয় সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৩) ম্যাগনেশিয়া সালফিউরিকা কিউ (Magnesia sulphurica Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে তৃতীয় সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৪) স্যানিকিউলা কিউ (Sanicula Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে চতুর্থ সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৫) মিউরেক্স পারপিউরিয়া কিউ (Murex purpurea Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে পঞ্চম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৬) এসিডাম পিক্রিকাম কিউ (Acidum Picricum Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ সকালে এবং দুপুরে দুই বেলা করে ষষ্ট সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৭) ক্যালকেরিয়া ফসফরিকা কিউ (Calcarea Phosphorica Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে সপ্তম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৮) সিজিজিয়াম জেমবোস কিউ (Syzygium Jambos Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে অষ্টম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(৯) আর্জেন্টাম মেটালিকাম কিউ (Argentum metallicum Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে নবম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(১০) আর্সেনিকাম ব্রোমেটাম কিউ (Arsenicum Bromatum Q)

(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে দশম সপ্তাহ খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে)
(১১) আয়োডিয়াম কিউ (Iodium Q)
(এই হোমিওপ্যাথিক ঔষধটি ১০ ফোটা করে রোজ তিন বেলা করে এগারতম সপ্তাহে খান। আধা গ্লাস পানির সাথে মিশিয়ে। এরপর পূণরায় এক নাম্বার ঔষধ থেকে একই নিয়মে খাওয়া আরম্ভ করুন।)

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস
গ্রন্থকার, ডিজাইন স্পেশালিষ্ট, ইসলাম গবেষক, হোমিও কনসালটেন্ট
চেম্বার ‍ঃ ১৩/ক – কে. এম. দাস লেন (২য় তলা),
(হুমায়ুন সাহেবের রেলগেইটের সামান্য পশ্চিমে
এবং হায়দার ফামের্সীর উপরে)
টিকাটুলী, ঢাকা।
ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com
সাক্ষাতের সময় ‍ঃ সন্ধ্যা ৬:০০ টা হইতে রাত ৯:০০ টা

Wvqv‡ewU‡mi we¯§qKi Jla
Wvqv‡ewU‡mi wb‡R wb‡R wPwKৎmv c×wZ

wcÖq eÜyMY,

Wvqv‡ewUm m¤ú‚Y© wbg‚j© Kivi Rb¨ (Avgvi wb‡`©kbv g‡Zv) wb‡P D‡j−wLZ GMviwU ‡nvwgIc¨vw_K Jla ‡meb Kiyb| Avgvi cÖYxZ GB dig‚jvwU Abymib Ki‡j kZKiv 95 fvM Wvqv‡ewUm ‡ivMx cy‡¡ivcywi Wvqv‡ewUm gy³ n‡eb e‡j Avwg Avkvev`x| hw`I wKQy ‡ivMx cy‡¡ivcywi Wvqv‡ewUmgy³ n‡eb bv ; ZviciI Zviv Ab¨ ‡h-‡Kvb wPwKৎmv c×wZi PvB‡Z Aš—Z `kMyY fv‡jv ‡iRvë cv‡eb| cÖwZwU Jla Avcwb cÖwZevi gvÎ GK mßvn K‡i Lv‡eb| GBfv‡e JlaMywj PKÖvKv‡i Nywi‡q wdwi‡q ev‡i ev‡i Lv‡eb (A_v©ৎ 11 bv¤^vi JlawU LvIqvi c‡i Avevi 1 bv¤^vi ‡_‡K GKB wbq‡g LvIqv kyiy Ki‡eb)| Avcbvi myMvi ‡j‡fj hw` A‡bK ‡ekx nq, Z‡e w`MyY gvÎvq Jla ‡L‡Z cv‡ib (A_v©ৎ 20 ‡dvUv K‡i)| Ab¨w`‡K wkï-wK‡kvi‡`i †L‡Î 5 †dvUv K‡i LvIqv‡Z cv‡ib, hw` Zv‡`i myMvi †j‡fj A‡bK Kg _v‡K ; Z‡e Ab¨vb¨ wbqg-Kvby‡bi †Kvb cwieZ©b cÖ‡qvRb bvB| n¨vu, mKj ‡nvwgIc¨vw_K JlaB Lvwj ‡c‡U LvIqv fv‡jv ; Z‡e Lvwj ‡c‡U ‡L‡Z fy‡j ‡M‡j fiv ‡c‡UI ‡L‡Z cv‡ib| GB ‡nvwgIc¨vw_K JlaMy‡jv Ab¨ ‡h-‡Kvb Jl‡ai mv‡_ GK‡Î ‡L‡Z cvi‡eb (‡nvK Zv U¨ve‡jU, K¨vcmyj ev Bb‡RKkvb) ; Zv‡Z ‡Kvb mgm¨v n‡e bv| Z‡e Aek¨B Wvqv‡ewU‡mi Ab¨ JlaMy‡jvi Avav NÈv Av‡M A_ev Avav NÈv c‡i Lv‡eb| Wvqv‡ewU‡mi h‡_ó DbœwZ n‡j Ab¨ JlaMy‡jvi gvÎv Kwg‡q A‡aK© K‡i w`b Ges myMvi ‡j‡fj bigv‡j P‡j Avm‡j ‡mB JlaMywj cy‡ivcywi eÜ K‡i w`b| Rvg©vbx ev Av‡gwiKvi ˆZix †nvwgIc¨vw_K Jla †Kbvi †Póv Ki‡eb|

GB GMviwU Jl‡ai †h-†KvbwU‡K Avcwb ev` w`‡q w`‡Z cv‡ib, hw` g‡b K‡ib †h, †mwU †Kvb KvR (DcKvi) Ki‡Q bv A_ev AbvKvwOLZ mgm¨vi (†hgb- eyKR¡vjv, PzjKvwb, e¨_v, †hŠbkw³ e„w× BZ¨vw`) m„wó Ki‡Q A_ev ¯’vbxq gv‡K©‡U cvIqv hv‡”Q bv| Aewkó Jla¸wj Zv‡`i cÖ`Ë wmwiqvj ev avivµg Abyhvqx †L‡Z _vKzb| Jl‡ai kw³ Ges gvÎv m¤c‡K© Avgvi wb‡`©kbv cwieZ©b Ki‡eb bv| Z‡e Avgvi wb‡`©wkZ kw³ ¯’vbxq gv‡K©‡U cvIqv bv †M‡j Avcwb Zvi KvQvKvwQ (Ges evRv‡i cvIqv me‡P‡q wbš§Zg) kw³i Jla †L‡Z cv‡ib| †nvwgIc¨vw_K Jl‡ai kw³KiY †¶‡Î wKD (Q) -†K ejv nq gv`vi wUsPvi, A_v©r me‡P‡q wbš§Zg kw³ A_©vr GK ev k–Y¨| Avgiv mevB Rvwb †h, wbš§kw³i (like Q, 3X, 6X, 12X, 30X, 200X, 3C, 6C, 12C, 3, 6, 12 etc) †nvwgIc¨vw_K Jl‡ai cvk¦©-cÖwZwµqv LyeB Kg, bvB ej‡jB P‡j| Gme Jl‡ai †KvbwU hw` Zij AvKv‡i cvIqv bv hvq, eis Zvi cwie‡Z© ewo AvKv‡i cvIqv, Z‡e Zv wظY gvÎvq Lvb A_©vr `k †dvUvi cwie‡Z© wekwU ewo K‡i Lvb| Jla me mgq Zij AvKv‡i †Kbvi †Póv Ki‡eb Ges wKQy cvwbi mv‡_ wgwk‡q Lv‡eb| †Kbbv †nvwgIc¨vw_K Jla Zij AvKv‡i †L‡j fv‡jv dj cvIqv hvq|

Aí wKQ– ‡ivMxi †¶‡Î cy‡ivcywi †ivMgyw³i Rb¨ (Avgvi digyjv Abyhvqx Jla †me‡bi cvkvcvwk) †Kvb GKRb †nvwgIc¨vw_K we‡kl‡Ái civgk© wb‡Z n‡Z cv‡i ; whwb †ivMxi kvixwiK I gvbwmK MVb we‡kÐlY c–e©K Av‡iv DrK…ó I gvbvbmB Jla wbe©vPb K‡i cÖ‡qvM Ki‡eb| cy‡ivcywi †ivMgyw³i Rb¨ GB Jla¸wj Avcbv‡K Kgc‡¶ GK †_‡K `yB eQi A_ev AviI ‡ekx wKQy mgq †L‡Z n‡Z cv‡i| Bbkvqvjjvn& Avgvi digyjv Avcbvi kixi‡K welgy³ K‡i Zvi Av‡MKvi fvj Ae¯nvq wdwi‡q wb‡q hv‡e (Ges djmª“wZ‡Z g„Zz¨i c–e© ch©šZ Avcbv‡K Avi Wvqv‡ewU‡mi Jla †L‡Z n‡e bv)| Avcwb hLb Wvqv‡ewUm (Ges Wvqv‡ewU‡mi mv‡_ m¤cwK©Z Ab¨vb¨ †ivM) †_‡K gy³ n‡q hv‡eb, ZLb nVvr K‡i GB Jla¸‡jv LvIqv eÜ K‡i w`‡eb bv| eis ax‡i ax‡i Jl‡ai gvÎv Kwg‡q Kwg‡q (†hgb- 10 †dvUvi c‡i 5 †dvUv Zvici 2 †dvUv) Zvici cy‡ivcywi eÜ K‡i w`b| (wet `ªt- Lv`¨ Ges e¨vqvg msµvšZ wbqgKvbyb Aek¨B †g‡b Pj‡eb|)

{Wvqv‡ewU‡mi KviY `–i Kiv t- Jla †L‡q Wvqv‡ewUm `–i Kivi cvkvcvwk Avcbv‡K Wvqv‡ewU‡m AvµvšZ nIqvi gyj KviY¸‡jv `–i Kivi Rb¨I wKQ– Jla †L‡Z n‡e| (1) Avcwb hw` eo ai‡bi †Kvb gvbwmK AvNv‡Zi (†hgb- †cÖ‡g e¨_©Zv, AvcbR‡bi g„Zz¨, ZvjvK, PvKwi nviv‡bv BZ¨vw`) Kvi‡Y Wvqv‡ewU‡m AvµvšZ nb, Z‡e †bUªvg wgDwi‡qwUKvg 1000 kw³‡Z (Natrum muriaticum 1M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb, Zvi GKgvm weiwZi c‡i †bUªvg wgDwi‡qwUKvg 10,000 kw³‡Z (Natrum muriaticum 10M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb Ges ZviI GKgvm weiwZi c‡i †bUªvg wgDwi‡qwUKvg 50,000 kw³‡Z (Natrum muriaticum 50M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb| (2) Avcwb hw` wUKv (vaccine) †bIqvi Kvi‡Y (A_v©r Avcbvi hw` †ekx †ekx wUKv †bIqvi Af¨vm _v‡K) Kvi‡Y Wvqv‡ewU‡m AvµvšZ nb, Z‡e _yRv Aw•‡W›Uvwjm 1000 kw³‡Z (Thuja occidentalis 1M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb, Zvi GKgvm weiwZi c‡i _yRv Aw•‡W›Uvwjm 10,000 kw³‡Z (Thuja occidentalis 10M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb Ges ZviI GKgvm weiwZi c‡i _yRv Aw•‡W›Uvwjm 50,000 kw³‡Z (Thuja occidentalis 50M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb| (3) hw` Avcbvi Wvqv‡ewU‡mi cvwievwiK / eskMZ BwZnvm _v‡K (A_v©r Avcbvi cwiev‡ii A‡bK m`m¨ hw` Wvqv‡ewU‡m AvµvšZ n‡q _v‡K), Z‡e wmwdwjbvg 1000 kw³‡Z (Syphilinum 1M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb, Zvi GKgvm weiwZi c‡i wmwdwjbvg 10,000 kw³‡Z (Syphilinum 10M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb Ges ZviI GKgvm weiwZi c‡i wmwdwjbvg 50,000 kw³‡Z (Syphilinum 50M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb| (4) hw` Avcbvi h¶v ev nvucvwb †iv‡Mi cvwievwiK / eskMZ BwZnvm _v‡K (A_ev NbNb mw`©-Kvwk nIqvi Af¨vm _v‡K), Z‡e e¨vwmwjbvg 1000 kw³‡Z (Bacillinum 1M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb, Zvi wZb gvm weiwZi c‡i e¨vwmwjbvg 10,000 kw³‡Z (Bacillinum 10M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb Ges ZviI wZb gvm weiwZi c‡i e¨vwmwjbvg 50,000 kw³‡Z (Bacillinum 50M) GK gvÎv (A_©vr GK †dvUv ev `kwU ewo) Jla Lvb| Wvqv‡ewU‡mi KviY `–i Kivi Dc‡iv³ PviwU Jl‡ai †h-†KvbwU Aek¨B wZb gvÎvi †ekx Lv‡eb bv| GB Jla¸‡jv Avcwb †h-†Kvb mgq LvIqv ïi“ Ki‡Z cv‡ib ; Z‡e Aek¨B Ab¨ †Kvb Jl‡ai mv‡_ GK‡Î Lv†eb bv ; eis Ab¨ Jl‡ai GK NÈv Av‡M A_ev GK NÈv c‡i Lv‡eb| }

[Bnv GKwU cÖgvwYZ mZ¨ †h, GKRb †nvwgIc¨vw_K we‡klÁ wPwKrmKB †Kej Wvqv‡ewUm cy‡ivcywi wbg©~j Kivi LgZv iv‡L| wKš‘ mviv c„w_ex‡Z †h-cwigvY Wvqv‡ewUm †ivMx Av‡Q, †mB Zzjbvq †nvwgIc¨vw_K †¯úkvwj‡ói msL¨v LyeB bMY¨| GB Kvi‡Y Avwg †nvwgIc¨vw_K g‡Z Òwb‡R wb‡R Wvqv‡ewU‡mi wPwKrmvÓ-Gi GKwU digyjv ˆZix K‡iwQ, hv GB wecyj msL¨K Wvqv‡ewU‡mi fz³‡fvMx‡`i‡K h‡_ó mnvqZv Ki‡e Ges †Kvb LwZ Ki‡e bv| GRb¨ cÖ_‡g Avgv‡K nvRvi nvRvi †nvwgIc¨vw_K Jl‡ai g‡a¨ Ggb wKQz Jla Ly‡Ru †ei Ki‡Z n‡q‡Q, hv‡`i Wvqv‡ewUm wbivg‡q cÖej Kvh©LgZv Av‡Q Ges Ab¨w`‡K cvk¦©-cÖwZwµqv LyeB Kg| Zvici Zv‡`i‡K Ggbfv‡e wmwiqvj Abyhvqx avivevwnKfv‡e mvRv‡Z n‡q‡Q, hv‡Z GKwU Jla Ab¨wUi mv‡_ wi‡qKkvb bv K‡i Ges GKwU Jla Zvi c~‡e©i Jl‡ai GKkvb‡K bó Ki‡e bv| mwZ¨ ej‡Z wK, Wvqv‡ewUm †Kvb GKwU GKK †ivM bq, eis ejv hvq GwU A‡bK¸‡jv †iv‡Mi mgwó (A_©vr Avwg ej‡Z Pvw”Q †h, A‡bK¸‡jv †ivM/ÎæwU/weK…wZ mw¤§wjZfv‡e Wvqv‡ewU‡mi m„wó K‡i _v‡K)| GB Kvi‡Y, GKRb †nvwgIc¨vw_K Wv³v‡ii cÖ‡qvRb gvbeZvi GB fq¼i `ykg‡bi weiƒ‡× hy‡×i mgq Zvi nv‡Z _vKv mKj cÖKvi A¯¿ cÖ‡qvM Kiv| Avgvi GB digyjv AbymiY Kivi Kvi‡Y hw` Wvqv‡ewU‡mi mv‡_ mv‡_ Avcbvi Ab¨vb¨ †ivMI (†hgb- D”P i³Pvc, nvcuvwb, †g`f‚wo, ev‡Zi mgm¨v, wKWbx †ivM, ü`‡ivM, ¯§vqweK †ivM BZ¨vw`) †m‡i hvq, Z‡e wew¯§Z n‡eb bv| †Kbbv Avgv‡`i ürwcÛ, dzmdzm, wjfvi, wKWbx, gw¯Z®‹, cvK¯’jx, ¯§vqy, ni‡gvb MÖwš’, i³, †hŠbv½, †PvL, nvo BZ¨vw` A½-cÖZ¨‡½i Ici GB GMviwU Jl‡ai A‡bK BwZevPK cÖfve Av‡Q| Avjjvn&&i KiæYv Avgv‡`i mK‡ji Ici ewl©Z nDK |

A‡b‡KB Avgvi wbKU B-‡gBj A_ev †dvb K‡i Rvb‡Z Pvb †h, GB †nvwgIc¨vw_K Jla¸‡jv wKfv‡e msMÖn Kiv hv‡e| cÖK…Zc‡L&L GB GMviwU †nvwgIc¨vw_K Jla n‡jv G‡Kev‡i mvaviY / eûj cÖPwjZ †nvwgI Jla| †h-†Kvb †nvwgIc¨vw_K dv‡g©mx †_‡KB Avcwb G¸‡jv msMÖn Ki‡Z cv‡ib| Avgvi Rvbv g‡Z, c„w_exi †QvU-eo mg¯Z kn‡iB †nvwgIc¨vw_K Jla cvIqv hvq| hw` Avcbvi GjvKvq cvIqv bv hvq, Z‡e B›Uvi‡b‡Ui gva¨‡g AW©vi w`‡qI c„w_exi wewfbœ †nvwgIc¨vw_K Jla cÖ¯‘ZKvix †Kv¤úvbxi KvQ †_‡K msMÖn Ki‡Z cv‡ib|

GMviwU Jl‡ai ZvwjKv t-

(1) GwmWvg dmdwiKvg wKD (Acidum Phosphoricum Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i cÖ_g mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(2) wRg‡bgv wmj‡fmUªv wKD (Gymnema sylvestra Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i wØZxq mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(3) g¨vM‡bwkqv mvjwdDwiKv wKD (Magnesia sulphurica Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i Z„Zxq mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(4) m¨vwbwKDjv wKD (Sanicula Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i PZz_© mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(5) wgD‡i• cviwcDwiqv wKD (Murex purpurea Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i cÂg mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(6) GwmWvg wcwµKvg wKD (Acidum Picricum Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR mKv‡j Ges `ycy‡i `yB †ejv K‡i ló mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(7) K¨vj‡Kwiqv dmdwiKv wKD (Calcarea Phosphorica Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i mßg mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(8) wmwRwRqvg †Rg‡evm wKD (Syzygium Jambos Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i Aóg mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(9) Av‡R©›Uvg †gUvwjKvg wKD (Argentum metallicum Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i beg mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(10) Av‡m©wbKvg †eªv‡gUvg wKD (Arsenicum Bromatum Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i `kg mßvn Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q)
(11) Av‡qvwWqvg wKD (Iodium Q)
(GB †nvwgIc¨vw_K JlawU 10 †dvUv K‡i ‡ivR wZb †ejv K‡i GMviZg mßv‡n Lvb| Avav Møvm cvwbi mv‡_ wgwk‡q| Gici c~Yivq GK bv¤^vi Jla †_‡K GKB wbq‡g LvIqv Avi¤f K‡ib|)

ডাঃ বশীর মাহমুদ ইলিয়াস
গ্রন্থকার, ডিজাইন স্পেশালিষ্ট, ইসলাম গবেষক, হোমিও কনসালটেন্ট
চেম্বার ‍ঃ জাগরণী হোমিও হল
৪৭/৪ টয়েনবী সার্কুলার রোড (নীচতলা)
(ইত্তেফাক মোড়ের পশ্চিমে এবং স্টুডিও 27 এর সাথে)
টিকাটুলী, ঢাকা।
ফোন ঃ +৮৮০-০১৯১৬০৩৮৫২৭
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com

People’s response and their answer……
Re:Dr Udaya & diabetes type I By: udaya kumar

August 10 2010

All the medicines and process mentioned by the Homeopath are good enough. I have been explaining the same thing differently. I will explain you once again. The Sycotic is one of the major three miasms espounded by Dr. Hahnemann which is nothing but a Vata Constitution. that is a predisposition to receiving ailments which are indurative or tumorous. A tumor is manifested and seen by us when it surfaces on the skin which is matured form of tumor. Whereas a tumor can be lying hidden in the body as a predisposition i..e. a suscieptibility to have indurations or tumors within the cells of the body which in turn would be lying dorment or activated or in damaged form in the genetic code itself as a genetic mutation or as a simple prdisposition. This is further damaged or aggravated or disturbed by foreign agents which are artificially induced into the body by way of medicines containing chemicals in crude form or medicines containing toxins which have not adequately processed for assimilation into the system or Vaccinations which directly damage the very genetic structure which cater for the endocrine glands. The net result is modern ailments in various intensity. For the past few centuries these were happening at a milder pace and with the addition of more and more ailments more and more medicines of toxic and side effect value are used as life savers further deteriorating the condition from generation to generation. The last few generations these damages to the genes had manifested as blood pressure, diabetis and fall outs of the pressure as heart ailments, pancreatic ailments, liver ailments etc. which gradually developed to kill the person at an age around more than 70 years or so suffering Tumors or Cancers etc.

But now the intensity of the ailment has shifted to the Juvenile days itself and the child not able to withstand thease onslaughts start suffering from various kinds of brain diseases, various damages to sense organs like ear and eyes, autism, aspergers, dystonia, dylexia, gluten, lactose and many other kinds of assimilation problems which are grossely named as allergies and further chemicals ingested in the name of curing them. Further these damages to the seed perculates into the whole human tree i.,e. the complete system and the fall outs would be many many kinds of infections, iaddisons, ulcerative colitis, krohn’s, multiple fibroids, cysts, ovary syndromes, interference with hormones, pheochromocytomas, angiomas, lipomas, carsinomas, schwannometosis, fibrosis, nerofibrometosis, epilepsy,Hypo and Hyper thyroidisms, atrophes and dystrophes, myoclonic and myalgias, sclerosis of various kinds (mercury is the cause) restless syndromes, panic attacks, and innumerable other modern diseases.

In order to correct this what we need is to arrest the progress of the deterioration in the genes itself and to reverse the damages from vaccination. Thuja 30 is sufficient to do this 1M and 10M and 50M may not be necessary. Thereafter reverse the adrinal damage by using Natrum Mur 30 is sufficient here also, and the diabetis will not set in , in people who have not reached that stage and for those who have reached that stage where the damage has descended from the adrinals to the pacrease, diabetis would have started and for them also the natrum mur used for a period of time after Thuja will arrest the progress of the ailment.

You belong to the third stage where the ailment has descended to the pancrease where specific medicine for pancrease is necessary to the correct the problem and reverse the damages. Here all those medicines which have been mentioned in series by the homeopath are of value and has to be used according to symptoms prveailing in each person or as uniform medicine for all. Like Syzegium Jambolanum for e.g. is effective in most of the case of Diabetis. In many cases of diabetis Arsenic Album has been found very effective. ALL OF THE MEDICINES CERTAINLY ARE NOT NECESSARY. The method used by the homeopath is that he uses all medicines strongly indicated against Diabetis after the clean slate after Thuja and Natrum Mur are obtained for treating diabetis further. Out of this all the medicines some are surely going to cure and some may give some mild adverse symptoms and some others will go to the toilet without showing any signs however long they are used. In fact, it is only a short cut, one medicine for all in combination used separately. Which is an allopathic technique of hit and trial. But it will work. Using medicines at high potency needs a proper evaluation of the depth of the ailment and the strength of the patient to endure.

You may experiment with those medicines. Most of them are not harmful. But then it depends from individual to individual how they respond to each medicine and that is where individual day to day evaluation is required or a doctors presence and supervision or consultation on regular basis is required. With best wishes.

Over and above this there is always the Diabetis, Blood Pressure factor as the Adrinal Gland is the first casuality.

MMGM
gesigars
Offline
Send Email
Re: [Minutus] Diabetes and its miraculous medicines [1 Attachment]

I like to know similar notes on Tachycardia (Sinus tachycardia)
““““““““““““““““““““““““““““““““““““““““\
“““““““““
Actually tachycardia still has not broken out like a super epidemic (like diabetes) !!! in that case i will also spend some of my time for tachycardia !!!

regards
Dr. Bashir Mahmud Ellias
……………………………………………………………………………………………………………..
—– Forwarded Message —-
From: “rezaul_khan@yahoo.com”
To: “dahuk@yahoogroups.com”
Cc: “maswood@hotmail.com” ; “mabzulurr@gmail.com” ; “razibmail@gmail.com” ; “aliimam@unitradebd.com” ; “shafiqueah@yahoo.com” ; “akhtarhk@gmail.com” ; “shababhuda@hotmail.com” ; “abmrh901@yahoo.com” ; “saahmed@unicef.org” ; “jim_mohsen@yahoo.com” ; “dahuk@yahoogroups.com” ; “progressive-muslim@yahoogroups.com” ; “irtiza1@yahoo.com”
Sent: Mon, January 3, 2011 11:06:44 AM
Subject: Re: [Dahuk]: Diabetes and its miraculous medicines

Dear Dr Ellias,

How did you come up with this prescription plan and what makes you think that it works the way you have described?

What is your academic/educational qualification?

If your claim is verifiably true with enough research, studies, trials and data, it can be a remarkable achievement in treating diabetes.

90% cure rate raises question in my mind. Do you extensive trials and data to substantiate your claim?

Regards,
Rezaul

Sent from my iPhone

Dear Rezaul vai,

Homeopathic physicians are curing diabetes for last two centuries. But people are not aware of this fact because the homeopathic physicians and homeopathic pharmaceutical companies are unable to spend billion dollars to propagate this truth (money is the problem !!). As the proportion of the number of homeopathic specialist in the whole world in comparison with the number of diabetic patients is very tiny, That’s why I have developed a ”SELF TREATMENT HOMEOPATHIC PROTOCOL FOR DIABETES” which will help these vast number of suffering people and will not harm them. I have just stated in simple language the policy of the homeopathic physicians usualy adopted in curing diabetes (their mostly used medicines, their prescribing style, their favorite potencies, their recommended dose etc etc). If you enquire a homeo specialist with sufficient practicing experience, you will get the report of many diabetic cure. 100% diabetic patients are fully curable if they remain under homeo expert from very begining. But those diabetic patients who have damaged their system a great deal have 99% possibilty of a full cure and certainly will need homeopathic care for longer time.

warm regards
Dr. Bashir Mahmud Ellias

“Homoeopathic Doctor”
gentlecure
Offline
Send Email
Re: Diabetes and its miraculous medicines [1 Attachment]

LOL…LOL…and I would like similar notes for every pathological condition
keeping out emotional builtup…wink!!!
___________________________________________________
thanks for your winking !! as far as i know, many homeopathic physicians (and undoubtedly all allopathic physicians) believe that diabetes is largely a biological/ physiological disease. so at least for a certain time period, we can neglect the mental make-up of a diabetic patient. Look docs ! we need to save the body first and then we will try for the soul.
regards
Dr. Bashir Mahmud Ellias

Re: Diabetes and its miraculous medicines

Alas…what I had thought of Bengali doctors and what they are!!!
I remember back in 1965, we had a bengali health minister in the
then West Pakistan. He alongwith, Dr. Masood of Masood Pharma of Lahore,
and Mureed Hussain Shah of Sialkot, gave us the Practitioners Act of 1965, which
is still in force, though it requires a little overhauling. But Bashir Bhai,
what you are advocating it does not seem to be homoeopathy, but it is more akin
to Fortune Telling. How can you decide that the second dose of Natrum Mur would
be needed, besides so manny other queries which I leave to the rest of the
worthy members.
Disappointingly,
Zaidee.
________________________________________
From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@yahoo.com)
Sent: Wed 9/29/10 12:12 PM
To: Minutus@yahoogroup.com
Re: [Minutus] Diabetes and its miraculous medicines

Dear Zaidee,

Homeopathy follows so precisely developed theories that a real homeopathic specialist can foretell many things about diseases and patients with perfect accuracy. Many a times a homeo specialist can guess the real disease and the real cause of that disease from a single stare at the patient, what will be the result of a disease’s homeopathic and allopathic treatment, what diseases a patient’s parents have and what diseases will his kids have by birth, what the effects and side-effects of a given medicine would be seen, in which age a certain guy will be affected with which diseases, he knows how diseases are produced and travel through different routes and transforms to other dieases and go to other organs (body to mind and mind to body), he knows and uses human psychology better than a psychiatrist, he could produce any disease on someone’s body if he wish etc etc. And such a knowledgeable guy is certainly like fortune teller !!! There are many theories in homeopathy which apparently seem very peculiar and absurd but in clinical practice they proved to be 100% true. Few years ago, I heard the story of a great homeopathic physician (of kolkata, india) that everyday before entering his chamber he try to understand the weather & humidity of the air. After that he prescribes same medicine to his hundreds of patients of all diseases for whole day. He gives NATRUM SULPH in wet weather and NUX VOMICA in dry weather and surprisingly 95% of his patients are reported to be cured of their respective diseases ! I read in the books of Dr. Kent (american homeopathic scientist) that one of his patient, at the age of his 48 years, has become a robust guy after taking three doses homeopathic medicine who was like a skeleton in his entire life ! I also read in the books of Dr. Nilmomi Ghatak (of kolkata, india) that one of his patients, a 80 years old lady, had regained her all 32 teeth after taking a rightly selected homeo medicine (all of which were fallen many decades ago) ! I believe every physician who have learned and practiced homeopathy extensively have many many amazing experiences. I have never meet a single example from our great homeopathic scientist’s case studies that chronic symptomatology (or inveterate underlying causes or predispositions) has been fully cured from a single dose. In most of the cases, they need at least three doses with gradual higher potency.

regards
Dr. Bashir Mahmud Ellias

healthyinfo6@…
healthinfo6
Offline
Send Email
Re: [Minutus] Diabetes and its miraculous medicines [1 Attachment]

I wouldn’t rule out trying this protocol. Certainly cheaper than seeing Dr. Ramakirshnan at $300 US and possibly yields better results.

After 2 months on Sulphur 200C weekly, I can vouch that repeating same potencies can be disasterous ! I thought it was the end of the road when the last dose became an overdose. Haven’t had that violent a reaction since my first LM overdose. My poor vital force, I felt it was damaged irreparably ! Anyone who thinks homeopathy is safe better think again !

It’s fortunate I have some idea what to do and took my constitutional to stop the Sulphur action, after a few doses finally got back to some sembliance of normal. Plus I’ve taken it 5th Organnon style, water dosing and succussing each dose vs Dr Ramakrishnan’s dry repeat.

As for potencies, I’ve found 200C works on the physical level much better than 1M. Diabetes would seem to be a physical plane illness and I haven’t felt my constitutional at 1M do much while 200C does work great, I’ve been taking once/week and not sure what may happen taking 200C weekly in water vs. LMs but I’ll soon find out ! Still no diabetes cure, though brief relief, but you never know !

Susan
——————————————————-
Repeating same potencies can never be disasterous ! Our great homeopathic scientists were divided into two groups :- one group always used high potencies with one month to two years interval and other group always used lower/lowest potencies with ten minutes to several hours interval. You can read their case history books. Even Hahnemann (the inventor of homeopathic medical science) had spent his whole life practicing with the lowest potencies like Q, 3, 6, 12 etc.
regards
Dr. Bashir Mahmud Ellias

Veronique BOUAN
vbouan2001
Offline
Send Email
Re: [Minutus] Diabetes and its miraculous medicines [1 Attachment]

Does Q means LM potencies ?
Veronique

In homeopathic potencies, Q means mother tincture, that means the lowest potency (that means one or zero).

regards
Dr. Bashir Mahmud Ellias

Shannon Nelson
shannonwi2000
Offline
Send Email
Re: [Minutus] Diabetes and its miraculous medicines

Technical question–the last mentioned is Argentum metallicum (silver) Q. What exactly would Q potency of silver (a metal) be? I’d have thought it needed to go thru at least a few titrations to become soluble?

Thanks,
Shannon

From: sattar uzzaman samim (mononbd@gmail.com)

Sent: Fri 9/17/10 5:23 AM
To: Dr. Bashir Mahmud Ellias (Bashirmahmudellias@hotmail.com)
dear bashir vai..

i cunt remember that where we introduce past..whatever i absolutely salute your great humanity…cause u use information technology to helping people, this type of example is rare in our surrounding society…(when we see the doctor cut patient nick, in our poor country) so i respect u..from the angle of doctor..also as human. if you feel that i can help you any how..pls dont wait to call or mail me..i should inform or suggest it to my surrounding people who is suffered a long…pls keep it continue to this type of information …”allah apner ihojagotik ebong parojagotik jiban sundor o sukher korun”

thanks again
mr. samim
rampura dhaka..
………………………………………………………………………………

From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@hotmail.com)
Sent: Sat 09/18/10 7:21 AM
To: sattar uzzaman samim (mononbd@gmail.com)

Samim vai,

thanks for your appreciation. really it’s a very hard job for me to reach this nice treatise to all suffering people. if we could do this, inshallah innumerable people would have derived great benefit from this protocol.

regards
Dr. Bashir Mahmud Ellias

From: Julekha Begum (julekha.begum63@yahoo.com)

Sent: Fri 9/19/10 8:23 AM
To: Dr. Bashir Mahmud Ellias (Bashirmahmudellias@hotmail.com)
dear dr. Bashir,

Thanks for mailing me a good thing. would u please tell me that whether i have to stop allopathic or herbal medicines if i take these homeopathic medicines ?

thanks,
Julekha Begum
Chittagong
………………………………………………………………………………

From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@hotmail.com)
Sent: Sat 09/20/10 4:21 PM
To: Julekha Begum (julekha.begum63@yahoo.com)

Dear Julekha,

You can take these homeopathic medicines along with other allopathic or herbal medicines (whether they may be tablet, capsule or injection). It will not cause any trouble. But it is better to take all homeopathic medicines half an hour before or after other medicines. You should reduce the dose of other diabetic medicines to half when your diabetic condition has sufficiently improved and totally stop all those rubbish medicines when the sugar level comes to normal.

regards
Dr. Bashir Mahmud Ellias

From: Dr. DHMS
To: minutus@yahoogroups.com
Sent: Tue, September 14, 2010 10:21:26 AM
Subject: Re: [Minutus] Diabetes and its miraculous medicines

Why the protocol is changed today? earlier you advocated 9 remedies for 9 weeks with a different way, to treat the disease. Would you like to change it at every interval of one or two months? which one protocol is right in your eyes?

Dr. DHMS

From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@yahoo.com)
Sent: Wed 9/29/10 12:12 PM
To: Minutus@yahoogroup.com
Re: [Minutus] Diabetes and its miraculous medicines

I have upgraded my FORMULA. So you can follow the old version or the latest upgraded version. Their results will vary very little. But I think upgraded version (i.e. 11 medicines) will give little better result. This protocol would become more perfect if I could have spent more time on it. But certainly I will not be able to do that. Because there are millions of topics to think and research. I know, Some homeopathic doctors will disdain my FORMULA (for their shallow knowledge) regarding it unhomeopathic. (At first I must agree that my was FORMULA made for the patients and not for the doctors.) I do agree that my protocol is MORE ORGANOPATHIC AND LESS HOMEOPATHIC. Organopathy is the step brother of homeopathy. Many homeopathic scientists have extensively practised organopathy. When we fail to collect the total symptoms, we got no options except following organopathic principles. I will request all homeopathic doctors to read and follow british homeopathic scientist Dr. J. C. Burnett (M.D.) and thus we will be free from our narrow-sightedness about homeopathic medical science. I am sure, no homeopathic doctor would dare to claim that he/she understood homeopathy more than Burnett. Well, peoples have accepted my FORMULA and are appreciating it and I’m pleased.

regards
Dr. Bashir Mahmud Ellias

“Dr. DHMS”
dr.dhms
Send IM
Send Email
Re: [Minutus] Diabetes and its miraculous medicines

OKAY! then what to do with Ars Brom which is available in 4ch=Q and Arg met, the mother tincture of which is perhaps never prepared ?
Thanks for your answer but you didn’t say anything for the chnage in protocol as regards to the weekly shcdule of medicine. e.g. in your first protocol at third week Senecio was prescribed and now Mag Sul and so on for Sanicula which was at 9th week whereas it is in 4th week now. Does it have any significant value by changing their week wise routine ?

Dr. DHMS

From: Dr. Bashir Mahmud Ellias (bashirmahmudellias@yahoo.com)
Sent: Wed 9/29/10 12:12 PM
To: Minutus@yahoogroup.com
Re: [Minutus] Diabetes and its miraculous medicines

Serialization of some homeopathic medicines are really a very tough job according to homeopathic principles ; because we need to think about many options in this regards. As for example, are these (nearest two) medicines complementary to each other or inimical ? will this medicine antidote other’s action ? which medicine will follow which medicine well ? what is the prime action of a specific homeopathic medicine on our body ? which medicines will cover which side of diabetes and how ? etc etc. yea, i may make further change in the serial of these medicines until i am not fully satisfied. you can collect the latest version of this protocol from my website (http://bashirmahmudellias.blogspot.com).

regards
Dr. Bashir Mahmud Ellias

To: Bashirmahmudellias@hotmail.com
Subject: diabetes question
Date: Thu, 21 Oct 2010 08:50:28 -0400
From: coyz1ny4@aol.com

Dear Dr. Ellias, Thank you for your information about diabetes. I have two children that are diabetic – one was diagnosed at 2 years old. He is now 15 years old. The other was diagnosed at 16. He is now 19 years old. I believe that vaccines triggered the diabetes, but it is also in our family, as my brother and cousin have it. What high potency remedy do you suggest, or both for vaccine and genetics? Thank you so much for trying to help us with this disorder. We are very hopeful. Mary Coyle

Do the kids take ALL 11 remedies each day (once a day) for one week, and then stop?

All the rules and regulations are same for the kids and teens but you can reduce the dose to 5 drops. Potency need not to be changed.

regards
Dr. Bashir Mahmud Ellias

Bashir Mahmud Ellias